Kalyani University: এবার কল্যানী ইউনিভার্সিটিতে পড়া যাবে স্নাতকোত্তরের ল কোর্স

Kalyani University: সমাজ তৈরি এবং সঞ্চালনা করার ক্ষেত্রে অন্যতম একটি কেরিয়ার অপশন হলো ওকালতি। দোষীদের শাস্তি দিতে এবং নির্দোষদের অন্যায় ভাবে শাস্তি পাওয়া রোধ করতে সমাজে বিচারব্যবস্থা খুব প্রয়োজন। আর এই বিচার ব্যবস্থা নির্ভর করে উকিল-জাজ থেকে শুরু করে আরও অনেক পদে। অর্থাৎ সমাজকে সুষ্ঠু ভাবে পরিচালনা করার জন্য আইন নিয়ে পড়াশুনো খুব জরুরি।

বর্তমান সময়ে আইন নিয়ে পড়ার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। এতদিন কল্যানিতে আইন নিয়ে গ্রাজুয়েট লেভেলে পড়া গেলেও কল্যানী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University) স্নাতকোত্তর লেভেলে পড়ার কোনো সুযোগ ছিলনা। বলে রাখি ল পড়ার ক্ষেত্রে স্নাতক স্তরে পড়ার ক্ষেত্রে রয়েছে দুটি ভাগ যথা BA.LLB এবং BBA.LLB। এর মধ্যে BA.LLB হলো সাধারণ ল আর BBA.LLB হলো ব্যবসায়িক ল। এরপর স্নাতকোত্তর লেভেলে ল পড়তে হলে সেটাকে বলা হয় LLM।

ল পড়ার সময়সীমার উপরেও রয়েছে ভাগ। প্রধানত দুটি আলাদা সময়সীমার মধ্যে আইন পড়া যায়। ওই দুটি ভাগ হলো উচ্চ মাধ্যমিক লেভেল এবং অন্যটি হলো গ্রাজুয়েট লেবেল। উচ্চ মাধ্যমিক লেভেলে ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই শুরু করতে পারে আইন নিয়ে পড়াশুনো তবে এক্ষেত্রে কোর্সের সময়সীমা পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর ধরে চলবে কোর্সটি। আরেকটি পোস্ট গ্রাজুয়েট লেভেলে পড়তে গেলে শিক্ষার্থীদের নূন্যতম স্নাতক পাশ হতে হয় আর এক্ষেত্রে ডিউরেশন থাকে ৩বছর।

আরো পড়ুন: বিরাট নিয়োগ কোল ইন্ডিয়ায় এখনই জেনে নিন এর আবেদন পদ্ধতি সম্পর্কে

এতদিন কল্যানী বিশ্ববিদ্যালয়ে (Kalyani University) BA.LLB এবং BBA.LLB পড়ার সুযোগ থাকলেও LLM করার জন্য কোনো সুযোগ ছিলনা ছাত্রদের কাছে। ফলে উচ্চশিক্ষার জন্য ছাত্র ছাত্রীদের নিজের বাড়ি ছেড়ে কলকাতা বা তার পার্শ্ববর্তী অন্য অঞ্চলের কোনো কলেজের উপর নির্ভর করতে হতো। এবার ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে স্নাতকোত্তর আইন পড়াশোনার কোর্স চালু করা হলো।

এতদিন চারটি কলেজে স্নাতক পড়ানো হলেও এবার ছাত্র-ছাত্রীদের জন্য স্নাতকোত্তর স্তরেও পড়ার সুযোগ থাকবে বলে জানা যাচ্ছে। গরমঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই খবর দেয় কল্যানী বিশ্ববিদ্যালয়। এদিন খবর প্রকাশ্যে আসার পর উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া জানান প্রতি বছর কল্যানী বিশ্ববিদ্যালয় (Kalyani University) থেকে বহু ছাত্র-ছাত্রী আইন পরে স্নাতক হয় তাদের দীর্ঘদিনের দাবি ছিল স্নাতকোত্তরে আইন পড়ার সুবিধা। এই পদক্ষেপে তাদের দাবি পূরণ হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *