Heart Disease Medicine: সঙ্গে রাখুন এই তিনটি ওষুধ, কমবে হার্ট অ্যাটাকে ঝুঁকি

Heart Disease Medicine: সঙ্গে রাখুন এই তিনটি ওষুধ, কমবে হার্ট অ্যাটাকে ঝুঁকি । সমীক্ষা অনুযায়ী বিশ্বব্যাপী হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আচমকা হওয়া হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয় একাধিক মানুষের। ২০২১ সালে কার্ডিওভাসকুলার ডিজিজের কারণে মৃত্যু হয়েছিল প্রায় ২০.৫ মিলিয়ন। এর মধ্যে ৮৫ শতাংশ মৃত্যুর কারণই হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক। এমনটাই দাবি করছে স্বাস্থ্য বিভাগ।

সমীক্ষা বলছে, ২০ বছরের কম বয়সী মানুষের মধ্যেও হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। তাই প্রত্যেকের উচিত নিজের হৃদযন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা। যদি কোন ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং সময়মতো রোগীর লক্ষণ দেখে রোগ নির্ধারণ করা সম্ভব হয়, তাহলে সিপিআর এর মাধ্যমে রোগীকে বাঁচানো সম্ভব। তবে কিছু ওষুধ রয়েছে যা সব সময় কাছে রাখা ভালো। হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিতে পারে এই ওষুধগুলি (Heart Disease Medicine)।

এই বিষয়ে কানপুর হার্ট ইনস্টিটিউটের ডাক্তার নিরাজ কুমার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তার মতে একটি ওষুধের কিট রয়েছে যা হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর সম্ভাবনা একেবারে কমিয়ে ফেলতে পারে। এই ওষুধগুলি ঠিক ততটাই কার্যকরী যতটা হাসপাতালে ভর্তি করার পর রোগীকে দেওয়া ওষুধগুলি কাজ করে। যদি কোন ব্যক্তি আচমকা হার্ট অ্যাটাকের স্বীকার হন এবং সময় মত রোগ নির্ধারণ করা যায়, তাহলে এই তিনটি ওষুধ (Heart Disease Medicine) মৃত্যুর সম্ভাবনাকে অনেকটাই রোধ করতে পারে।

আরো পড়ুন: ঘরোয়া উপকরণেই বাড়িতে বসেই পেয়ে যান পার্লারের মতো গ্লো স্কিন

কোন ব্যক্তির হার্ট অ্যাটাক হলে, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ঘটনা স্থল থেকে হাসপাতালে পৌঁছাতে সময় লাগতে পারে বেশ কিছুটা। কিন্তু এই সময়টাই রোগীর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময়। তাই এই তিনটি ওষুধ সব সময় কাছে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। তিনটি ওষুধের সংমিশ্রণে একটি ওষুধের কিট তৈরি করা হয়েছে। যার নাম রামকিট। জরুরি অবস্থায় এই ওষুধগুলি ব্যবহার করা যেতে পারে। এই ওষুধের ব্যবহারের ফলে অনেক সময় হাসপাতালে যাওয়ার আগেই বেশ কিছুটা সুস্থ হয়ে উঠতে দেখা যায় রোগীকে। এই তিনটি ওষুধের মধ্যে অন্যতম হলো সোব্রিট্রেট। এই ওষুধটির কথা প্রায় অনেকেই জানেন। অত্যন্ত কার্যকরী এই ওষুধ। এছাড়াও রয়েছে রোসুভাস্টেটিন এবং ইকোস্প্রিন।

হার্ট অ্যাটাকের সময় শরীরের রক্তনালীগুলি বন্ধ হয়ে যেতে পারে। রক্তের মধ্যে এক ধরনের থক্কা জমাট বেধে যায়। এই রক্তের থক্কা ভাব কাটাতে সহায়তা করে। সোব্রিট্রেট অনেকটা ইনজেকশনের মতন। এই ওষুধটি মুখে দিয়ে চুষতে থাকলে রক্তনালি পরিষ্কার করতে সাহায্য করে। এবং কোলেস্ট্রলের মাত্রা কমানোর জন্য ব্যবহার করা হয় রোসুভাস্টেটিন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেকটি ওষুধের দাম ছয় থেকে সাত টাকার মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *