Khalistanis Threaten Canadians: খালিস্তানি উপদ্রবে অশান্ত কানাডা, খোদ কানাডিয়ানদেরই দেশ ছাড়তে হুমকি

Khalistanis Threaten Canadians: বিশ্ব এবং রাজনীতি এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ক্রমাগত উঠে আসছে অশান্তি ও অরাজকতার খবর। এক কথায় বলতে গেলে বিশ্ব রাজনীতি এক অদ্ভুত অশান্তি পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। এবার খবরে উঠে এলো কানাডায় অরাজকতার ঘটনা। খালিস্তানিদের উপদ্রবে অশান্ত হয়ে উঠেছে কানাডার মাটি।

বিগত কয়েক বছরের কানাডার ইতিহাসে খালিস্তানিরা বেশ মাথা চড়া দিয়ে উঠেছে। এতদিন দেখা গিয়েছে কানাডায় থেকে ভারতের বিরুদ্ধে ভারত বিরোধী স্লোগান দিত এই খালিস্তানিরা। এবার আরও এক ধাপ এগিয়ে কানাডার মাটিতে দাঁড়িয়ে কানাদিয়ানদের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেলো (Khalistanis Threaten Canadians)। মূলত কানাডিয়ান শ্বেতাঙ্গদের বিরুদ্ধে এদিন গলা চড়াতে দেখা গেলো খালিস্তানিদের। এদিন কানাডার শ্বেতাঙ্গদের বিরুদ্ধে দেশ থেকে বিতাড়িত করার হুমকি শোনা গেলো কট্টরপন্থী শিখদের মুখে। সমাজ মাধ্যমে এরকমই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে যেখানে কট্টর শিখ খালিস্তানিরা কানাডিয়ান শ্বেতাঙ্গদের দখলদার বলে আখ্যা দিয়ে ইংল্যান্ড ও ইউরোপে ফিরে যেতে বলছে।

এদিকে সম্প্রতি কানাডার হিন্দু মন্দিরে হামলা করার হুমকিও শোনা গিয়েছে বিক্ষোভকারীদের মুখে। আর এই জন্যই মন্দিরে অনুষ্ঠিত হতে যাওয়া ভারতীয় কনস্যুলেটের ক্যাম্প বাতিল করে দেওয়া হয়। জানা যায় ব্রাম্পটনের ত্রিবেণী মন্দিরে এই ক্যাম্প বসার কথা ছিল। সম্প্রতি খালিস্তানি (Khalistanis Threaten Canadians) নেতা গুরপতবন্ত সিং পান্নুনের একটি হুমকি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। যেখানে তাকে ভারতের অযোধ্যার রাম মন্দির সহ কানাডার দুই বড় মন্দিরে হুমকির কথা শোনা গিয়েছে। বলে রাখি এর আগেও হুমকির জন্য হিন্দু মন্দিরের কমস্যুলেটের অনুষ্ঠান বাতিল করা হয়।

আরো পড়ুন: মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি ছেড়ে হয়েছেন সন্ন্যাসী, গৌর গোপাল দাসের জীবন অবাক করবে

সম্প্রতি কানাডার নিষিদ্ধ গোষ্ঠী শিখস ফর জাস্টিস-এর প্রধান বলেন আগামী ১৬ ও ১৭ই নভেম্বর অযোধ্যার রাম মন্দির সহ আরও কয়েকটি মন্দিরের ভিত নাড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে কানাডার হিন্দু সংসদ চন্দ্র আর্য্যকে ইতিমধ্যেই হুমকি দিয়েছে পান্নুন। হুমকিতে পান্নুন বলে ভারতীয় কূটনীতিকদের জন্য পরবর্তী পরীক্ষা হবে ১৬ই নভেম্বর মিসিসাউগর কালী মন্দির এবং ১৭ই নভেম্বরের ব্রম্পটনের ত্রিবেণী মন্দির। এর আগে খালিস্তানি হুমকির প্রতিবাদে ভারত সরকার অভিযোগ করলে বাকস্বাধীনতার দোহাই দিতে তার অগ্রাহ্য করেন ট্রুডো সরকার। এবারও কোনো পুন্ননের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কানাডার (Khalistanis Threaten Canadians) প্রধানমন্ত্রী ট্রুডোর।

কিছুদিন আগেই দীপাবলি আবহে ব্র্যম্পটনের হিন্দু মন্দিরে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। সেখানে ওই অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় খালিস্তানিরা। এরপর কানাডা সরকারের তরফে জানানো হয় যে এধরনের ধর্মীয় অনুষ্ঠানে কোনো নিরাপত্তা প্রদান করতে পারবে না। যার জন্য অন্যান্য পূর্বনির্ধারিত ক্যাম্পগুলি বাতিল করে ভারতীয় দূতাবাস। সম্প্রতি আবার হুমকি আসায় পুনরায় বাতিল হলো কয়েকটি ক্যাম্প। এই ক্যাম্পগুলির মাধ্যমে ভারতীয় অথবা ভারতীয় বংশোদ্ভূত কানাডাবাসীদের লাইফ সার্টিফিকেট দিয়ে থাকে ভারতীয় দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *