KL Rahul vs Sanjiv Goyenka: প্রতি বারের IPL চলাকালীন এমন অনেক ঘটনাই ঘটে যা দীর্ঘদিন ধরে সাধারণ ক্রিকেট প্রেমী মানুষের মনে দাগ কেটে যায়। যা নিয়ে জোর কদমে চলে জল্পনা কল্পনা। ২০২৪ অর্থাৎ ১৭তম আইপিএল সিজনেও এমনই একটি ঘটনা ঘটে। যদিও ঘটনার পর কেটে গেছে ৬ মাস। কিন্তু সেই ঘটনা যেনো আজও চোখের সামনে স্পষ্ট হয়ে রয়েছে ভক্তদের। গত বছরের আইপিএলে উপ্পোল স্টেডিয়ামে সানরাইসারস হায়দরাবাদ দলের বিপক্ষে নেমে ১০ উইকেটে পরাজিত হয়। এর পর ম্যাচ শেষের পর লখনউ সুপার জাইন্ট দলের অধিনায়ক কেএল রাহুল-কে প্রকাশ্যে ধমক দিতে দেখা যায়।
এই ঘটনা সামনে আসার পরেই শোরগোল পরে যায়। এর থেকেই খবর পাওয়া যাচ্ছিল যে IPL 2025 -এ আর লখনউ-এর হয়ে খেলবেন না রাহুল। সেই কথা সত্যি করে LSG দলের রিটেন করা প্লেয়ারের নামের তালিকায় দেখা যায়নি রাহুলের নাম। ফলে রাহুল বনাম গোয়েঙ্কার (KL Rahul vs Sanjiv Goyenka) সেই ঘটনা আবারও উঠে আসে চর্চায়। তবে এতদিন এই প্রসঙ্গে কার্যত স্পিকটি নট হাবভাব বজায় রেখেছিলেন রাহুল। তবে সম্প্রতি সেই ঘটনা নিয়ে কথা বলতে দেখা গেলো রাহুলকে।
এদিন স্টার স্পোর্টসের আনপ্ল্যাগড কেএল রাহুল এপিসোডে LSG দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার (KL Rahul vs Sanjiv Goyenka) ওই ঘটনার কথা প্রসঙ্গে রাহুল জানান ক্রিটেকের মাঠে যা হয়েছে সেটা খুব খারাপ। কেউ এমন ঘটনা দেখতে চায়না। তবে তিনি মনে করেন ওই ঘটনা পুরো দলের উপর প্রভাব ফেলেছে।
আরো পড়ুন: পাকিস্তান যেতে চাইছে না টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনা
এর থেকে নিশ্চিত জানা যায় রাহুল লখনউ দলের মালিকের ঐরূপ আচরণে ক্ষুব্ধ। আর হয়তো সেই জন্যই ছাড়লেন দল। রাহুলকে দল নিজে থেকে ছেড়েছেন কিনা প্রশ্ন করা হলে তিনি জানান তিনি নতুন করে শুরু করতে চাইছেন। তাই অন্য দলে যেতে চান। স্বাধীনতা আছে এমন দলের হয়ে খেলতে চান। দলের খোলামেলা পরিবেশও প্রয়োজন। অন্যদিকে ভারতীয় টি২০ দলের বাইরে রয়েছেন দীর্ঘদিন তাই এখন ঘুরে দাঁড়ানোর উপর লক্ষ রেখেছেন তিনি।
মাঝে আর মাত্র কটা দিন। এরপরই নতুন দলে যোগ দেবেন এই ভারতীয় যুব খেলোয়াড়। আগামী ২৪ ও ২৪শে নভেম্বর হবে আইপিএল মেগা নিলাম। সেখানেই নিজের নাম দিয়েছেন তিনি। তবে তাঁর মতো গুনি প্লেয়ার কে দলে পেতে একাধিক দল বিড করবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।