Lawrence Bishnoi: আবারো আলোচনায় লরেন্স বিষ্ণোই, কারণ সিদ্দিকী হত্যাকাণ্ডের দায় স্বীকার

Lawrence Bishnoi: আবারো আলোচনায় লরেন্স বিষ্ণোই, কারণ সিদ্দিকী হত্যাকাণ্ডের দায় স্বীকার। মুম্বাইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড নিয়ে আবারো শুরু হয়েছে তোলপাড়। গ্যাংস্টারদের দুনিয়ায় রীতিমত হইচই শুরু হয়ে গেছে এই হত্যাকাণ্ডকে ঘিরে। কারণ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) দল। অভিনেতা এবং রাজনীতিবিদ হিসেবে বাবা সিদ্দিকীর নাম অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার শরীরে মোট ৬ টি গুলি পাওয়া যায়, তার মধ্যে ৩ টি প্রাণঘাতী হিসেবে প্রকাশ পেয়েছে।

যারা গুলি করেছিল তারা নিজেরাই স্বীকার করে নিয়েছে তারা লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) দলটির জন্যই কাজ করে। এবার প্রশ্ন হল এই লরেন্স বিষ্ণোই দলটা কি? সম্প্রতি গ্যাংস্টার জগতে লরেন্স বিষ্ণোই দলের নাম বেশ আলোচনায় রয়েছে। বর্তমানে অন্ধকার দুনিয়ায় লরেন্স বিষ্ণোই অন্যতম জনপ্রিয় দল হিসেবে প্রকাশ পাচ্ছে। শুধু ভারতে নয়, রীতিমতো আন্তর্জাতিক স্তরের অপরাধমূলক জগতের সাথে জড়িত রয়েছে এই দলের নাম। আশ্চর্যের বিষয় হলো এই লরেন্স বিষ্ণোইর গল্পটা শুরু হয়েছিল একটি সাধারণ কনস্টেবলের ছেলে হিসেবে। বর্তমানে সে এই অপরাধ জগতের অন্যতম বড় মাথা হয়ে উঠেছে।

১৯৯৩ সালের ১২ ই ফেব্রুয়ারি পাঞ্জাবের ফিরোজপুরে জন্মগ্রহণ করে লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi)। প্রথম জীবনে তার বাবা হরিয়ানা পুলিশের কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু পরবর্তী জীবনে তিনি চাকরি ছেড়ে কৃষি কাজে মন দেন। লরেন্স বিষ্ণোই পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি বিভাগে পড়াশোনা শুরু করেন। কিন্তু কলেজে পড়াকালীন কলেজের নির্বাচনে হেরে যায় সে। তারপরেই তার জীবনে আসে ব্যাপক পরিবর্তন।

আরো পড়ুন: অনন্যার রহস্যময় অভিযোগ, আরিয়ান খানের বিরুদ্ধে গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি

কলেজ নির্বাচনে হেরে যাওয়াটাই তার জীবনের গতিপথটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। সে ধীরে ধীরে অপরাধ জগতে ঢুকতে শুরু করে। ২০১১ সালে সে তার জীবনের প্রথম অপরাধমূলক কাজটা করে। এরপর সে একটি দল গঠন করা শুরু করে। বাছাই করা শার্প শুটারদের নিয়ে তৈরি হয়েছে এই দল। বর্তমানে উত্তর ভারতে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছে লরেন্স বিষ্ণোই দল। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি একাধিক রাজ্যে দেখা যাচ্ছে তার দাপট।

লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) মূলত পরিচিতি পেতে থাকে ২০১৮ সাল থেকে। ২০১৮ সালে তিনি বিখ্যাত বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। কারণ ছিল ১৯৯৮ সালের হরিণ শিকার। এই হুমকিকে ঘিরে সালমান খান এবং লরেন্স বিষ্ণোই এর মধ্যে একটি শত্রুতার সম্পর্কের সৃষ্টি হয়েছে, যা আজও বর্তমান। এরপর সে একাধিক হাইপ্রোফাইল বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। মজার বিষয় হলো লরেন্স বিষ্ণোইও নিজের কর্মকাণ্ডের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াকেই। তার সমর্থকদের সাথে সংযুক্ত থাকার জন্য এবং শত্রুদের মনে ভয় জাগিয়ে রাখার জন্য সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করে নিয়েছেন তিনিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *