CV Submission Time: যেকোনো চাকরির আবেদনের ক্ষেত্রে সিভি বা রিজিউম জমা করা প্রয়োজন হয়। আর এগুলোর ভিত্তিতেই আবেদন করা সংস্থা প্রার্থীর বিষয়ে জেনে তাকে নিয়োগের পরবর্তী পরীক্ষা বা পর্যায়ের জন্য ডাকা হয় প্রার্থীদের। আবার কখনও কখনও আকর্ষিত সিভি দেখেই প্রার্থী বাছাই করে সংস্থাগুলি। এর জন্য আকর্ষিত সিভির পাশাপাশি সঠিক সময়ে সিভি পাঠানোরও প্রয়োজন থাকে। জানেন কি চাকরির আবেদনের ক্ষেত্রে কখন সিভি পাঠালে সংস্থার নজরে আসবে আপনার সিভি?
যেকোনো ছোট বা বড় সংস্থায় চাকরির আবেদনের ক্ষেত্রে একটি সঠিক সিভি জমা করা খুব গুরুত্বপুর্ণ বিষয়। যেকোনো সংস্থার চাকরিতে নির্বাচনের জন্য প্রার্থীর বিশদ বিবরণ সহ একটি আকর্ষিত সিভি থাকা গুরুত্বপুর্ণ। আর এই সিভি পাঠানো চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটিই মূলত চাকরির জন্য স্থির করা একাধিক পরীক্ষার প্রথম পর্ব। এর জন্য সিভিতে প্রার্থীর বিষয়বস্তু সঠিক ভাবে তুলে ধরা হয়েছে কিনা সেদিকে নজর রাখতে হবে প্রার্থীদের। এছাড়া সঠিক সময় সিভি পাঠালে (CV Submission Time) নির্বাচিত হওয়ার সুযোগ আরও বেড়ে যেতে পারে।
কখন সিভি পাঠালে ভালো হয় এই প্রশ্ন যে কারোর মনে আসতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই যে সংস্থায় আবেদন করার কথা ভাবা হচ্ছে ওই সংস্থার কাজের সময় সম্পর্কে অবগত থাকতে হবে। যদি ওই সংস্থার কাজের সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হয় তবে অফিস খোলার এক ঘণ্টার মধ্যেই যদি সিভি পাঠানো যায় (CV Submission Time) তবে সিলেকশনের সম্ভাবনা একটু বেশি থাকে। কারণ এই সময় মেইল বক্সের উপরের দিকেই থাকে সিভিটি। এর ফলে প্রথমেই প্রার্থীর সিভি থাকার দরুন HR-এর নজর পড়তে পারে সহজেই।
আরো পড়ুন: দেখতে যেনো বরফের টুকরো, অনন্ত আম্বানির হাতঘড়ির দাম শুনে চক ছানাবড়া হতে বাধ্য
এছাড়া সন্ধ্যায় অর্থাৎ অফিসের সময় শেষের ঘণ্টায় সিভি পাঠালেও সুবিধা হতে পারে। কারণ দিনের সব কাজ সেরে বাড়ি ফেরার আগে একবার হলেও সকলেই নিজের মেইল চেক করে থাকেন। অথবা পরের দিন অফিসে এসেই মেল চেক করেন তখনই উপরের দিকে থাকার দরুন দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা বেশি থাকে। তাই অফিস খোলার সময় এবং বন্ধ হওয়ার আগে সিভি পাঠানো সবচেয়ে বেশি উপকারী (CV Submission Time)।
- এছাড়া Indeed অনুযায়ী সপ্তাহের শেষে পাঠানো সিভিগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
- সপ্তাহের যেসব দিনে কাজের চাপ কম থাকে সেইসব দিনে সিভি জমা দেওয়া ভালো (CV Submission Time)।
- আবার অনেকের দাবি শুক্রবারের পর সিভি পাঠালে তা কাজের চাপে হারিয়ে যেতে পারে তাই শুক্রবার বাদ দিয়ে সিভি পাঠাতে হবে।