Slowest Train in India: এই মেল ট্রেনে চড়লে ছাড়তে হবে সময়ের হিসেব! জানুন কোন ট্রেন!

Slowest Train in India: দুর দূরান্তে যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেলের জুড়ি মেলা ভার। জানা যায় বিশ্বের বৃহত্তম রেল পরিষেবার নাম ভারতীয় রেল। এই বৈচিত্র্যের দেশকে মাকড়শার জালের মতো ঘিরে দুর প্রান্তের সাথে যোগাযোগ মজবুত করেছে ভারতীয় রেল। দুর পাল্লার ভ্রমণে এক্সপ্রেস ট্রেনের গতি সাথে টেক্কা দেওয়া মুশকিল। তবে আপনি কি জানেন ভারতের সব থেকে বেশি ধীরগতি সম্পন্ন মেল ট্রেন কোনটি? জানলে অবাক হবেন যাত্রা সময় ও হল্ট স্টেশনের সংখ্যা শুনলে।

ট্রেনে উঠে যাত্রীরা নিশ্চিন্ত থাকেন গন্তব্যে দ্রুত পৌঁছনোর ব্যাপারে। তবে এই ট্রেনে উঠলে যাত্রীকে ধৈর্য্যের পরীক্ষা দিয়ে যেতে হবে। ভারতের সবথেকে ধীরগতি সম্পন্ন ট্রেনটির নাম (Slowest Train in India) হলো হাওড়া-অমৃতসর মেল (Howrah Amritsar Mail)। এই ট্রেনটি হাওড়া থেকে অমৃতসর যাত্রা করে ধীরগতিতে এবং সময় নেয় প্রায় ৩৭ ঘণ্টা। এর হল্ট স্টেশনের সংখ্যাও নেহাত কম নয়।

এটিই হলো আমাদের ভারতীয় রেলের সবচেয়ে ধীরগতি সম্পন্ন ট্রেন। মেল ট্রেন মানেই অল্প কয়েকটি স্টেশনে হল্ট করবে এমনটাই আমরা সকলে জানি। কিন্তু এই হাওড়া-অমৃতসর (Howrah Amritsar mail) মেল ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে নিজের গন্তব্যে পৌঁছতে থামে মোট ১১১টি স্টেশনে। এর মোট যাত্রাপথ ১৯১০ কিলোমিটার। এবং এই যাত্রাপথে ট্রেনটির সময় লাগে ৩৭ ঘণ্টা।

আরো পড়ুন: আপনিও কি ৪ মাস আগে টিকিট বুক করেছেন, কোন নিয়ম খাটবে আপনার জন্য

ভারতের সবথেকে বেশি ধীরগতি সম্পন্ন (Slowest Train in India) এই অমৃৎসরগামী ট্রেনটি মোট পাঁচটি রাজ্যের উপর দিয়ে যাত্রা করে। এটি পশ্চিমবঙ্গ থেকে যাত্রা শুরু করে বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা হয়ে পাঞ্জাবে গিয়ে যাত্রা শেষ করে। এর হল্ট স্টেশনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আসানসোল, পাটনা, বারাণসী, লখনউ, বরেলি, আম্বালা, লুধিয়ানা এবং জলন্ধর। ট্রেনটি তার যাত্রা পথে বড় স্টেশন গুলিতে বেশি সময় দাঁড়ালেও অন্যান্য ছোট স্টেশন গুলোতে ১ থেকে ২ মিনিট দাঁড়ায়।

মূলত যাত্রীদের সময়ের কথা চিন্তা করে এই ট্রেনটির (Howrah Amritsar Mail) সময় তালিকা বানানো হয়েছে। হাওড়া থেকে সন্ধ্যা ৭টা বেজে ১৫ মিনিটে ছেড়ে গিয়ে তৃতীয়দিনে এটি অমৃতসর এসে পৌঁছায় সকাল ৮ টা বেজে ৪০ মিনিটে। এছাড়া অমৃতসর থেকে ট্রেনটি ছাড়ে সন্ধ্যে ৬টা ২৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছায় তৃতীয়দিন সকাল ৭টা বেজে ৩০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *