Best Post Office Schemes: যেভাবে দিনের পর দিন জিনিসপত্রের মূল্য বেড়ে চলেছে তাতে ভবিষ্যতের জন্য বিনিয়োগ না করে রাখলেই নয়। ভবিষ্যতে সন্তানের বিবাহ, শিক্ষা অথবা চিকিৎসার কারণে বিপুল অর্থের চিন্তা থেকে মুক্তি পেতে আজকাল প্রায় সকলেই বিনিয়োগের পথে হাঁটছে। একাধিক বিনিয়োগের উপায়ের মধ্যে নিরাপদ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভরসা করা হয় বেশি।
পোস্ট অফিসে যদি টাকা বিনিয়োগ করা হয় তবে নিরাপদে মূলধন বাড়িয়ে যেতে পারেন বিনিয়োগকারীরা। এখানে সব ধরনের বয়সী মানুষের পাশাপাশি সিনিয়র সিটিজেনদের জন্যও রয়েছে বেশ কিছু অভাবনীয় স্কিম (Best Post Office Schemes)। যাতে বিনিয়োগ করলে বৃদ্ধবয়সে ব্যাংকের চেয়েও বেশি সুদ পেতে পারবেন বিনিয়োগকারী। একাউন্টটি মূলত সিঙ্গেল বা জয়েন্ট খোলা যাবে। অনেকেরই অজানা এই স্কিমের বেনেফিটস শুনলে অবাক হবেন আপনিও।
এই ধরনের স্কিমের (Best Post Office Schemes) প্রথমেই রয়েছে কিষাণ বিকাশ পত্র (Kishan Vikash Patra)। এই স্কিমটি পরিচালনা করে স্বয়ং কেন্দ্রীয় সরকার। এতে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয় জমা অর্থের উপর। এছাড়াও থাকছে নিশ্চিত মোটা টাকা রিটার্নের সুযোগও। এখানে গ্রাহকরা সর্বনিম্ন মাত্র ১৫০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১৫ লক্ষ টাকার বিনিয়োগ করতে পারবেন।
আরো পড়ুন: ভালো ক্রেডিট স্কোর থাকা সত্ত্বেও ঋণ পাওয়া যাচ্ছেনা, জেনে নিন এর পিছনের কারন
এছাড়াও রয়েছে ন্যাশনাল সেভিংস স্কিম (National Savings Scheme)! পোস্ট অফিসের এই স্কিমটিতে (Best Post Office Schemes) আবেদন করলে মোটা টাকা রিটার্নের পাশাপাশি বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তাও দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রেও বিনিয়োগকারীরা একক অথবা দ্বৈত একাউন্ট খুলতে পারবেন। এই স্কীমটিতে ৭.৭ শতাংশ হারে সুদ প্রদান করা হয়।
এই বিশেষ পোস্ট অফিস স্কীমের তালিকায় রয়েছে মহিলা সম্মান চেতন সার্টিফিকেট (Mahila Samman Chetan Certificate)! এই স্কীমটি শুধুমাত্র মহিলাদের অর্থনৈতিক ভাবে সুরক্ষা প্রদানের জন্য বানানো হয়েছে। এক্ষেত্রে বিনিয়োগকারী মহিলারা ৭.৫ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন। যা ব্যাংকের ফিক্সড ডিপোজিট করা অর্থের তুলনায় বেশি রিটার্ন দেবে সব ক্ষেত্রেই। তবে বিনিয়োগের আগে অবশ্যই সমস্ত তথ্য এবং নিয়ম যাচাই করে তবেই বিনিয়োগ করতে হবে।