Site icon লোকাল সংবাদ

হোলির দিন কখন চলবে মেট্রো? না জানলে জেনে নিন বিস্তারিত সময়সূচি

হোলির দিন কখন চলবে মেট্রো

প্রতিনিধত্বমুলক

হোলি হলো হিন্দু ধর্মের মানুষদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সকলেই আনন্দের সঙ্গে এবং ধুমধাম এর সঙ্গে পালন করতে ভালোবাসে। সাধারণত অফিস, কলেজ এবং স্কুল ছুটি থাকে এই বিশেষ দিনে। কিন্তু দোলের দিন যদি কোথাও বেরোতে হয় তাহলে জেনে নেওয়া দরকার পরিবহন ব্যবস্থা সম্পর্কে। কলকাতা মেট্রো এই দিন চললেও সকাল থেকে কিন্তু পাওয়া যাবে না। দোলের দিন সকাল থেকে মিলবে না মেট্রো। দোলের দিন মেট্রোর পরিষেবা পেতে সময় লেগে যাবে দুপুর পৌনে তিনটে। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। তাই বাড়ি থেকে বেরোনোর আগে সঠিক সময়সূচি জেনে নিয়ে তারপরে বেরোবেন।

চলতি বছরে অবশ্য দোল পূর্ণিমা এবং হোলি একই দিনে। বারটা হল শুক্রবার। হোলি এবং দোল উপলক্ষে স্কুল কলেজ এবং অফিস সবই প্রায় বন্ধ। সেই কারণে স্বাভাবিকভাবে যাত্রীসংখ্যাও অন্যান্য দিনে তুলনায় অনেকটাই কম হবে। মেট্রোর সময়সূচি পরিবর্তন করা হয়েছে সেই কথা মাথায় রেখেই। সূত্র মারফত জানা গেছে যে, দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটেয়। উলটোদিকে কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়। তবে শেষ মেট্রোর সময়সূচি এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছুই বলা হয়নি। প্রতিদিন এই রুটে ২৬২টি মেট্রো চলাচল করে। দোলযাত্রা উপলক্ষে যাতায়াত করবে মাত্র ৬০টি মেট্রো।

আরও পড়ুন: আজব কান্ড বীরভূমে, মন্দির সংস্করণে উঠে এলো এক অদ্ভুত জিনিস, চোখ কপালে গ্রামবাসীদের

শুক্রবার অন্যান্য দিনের তুলনায় অনেক কম সংখ্যক মেট্রো চলাচল করবে এসপ্ল্যানেড-হাওড়া রুটেও। ওইদিন মাত্র ৪২টি মেট্রো চলবে এই রুটে। উভয় দিক থেকেই দুপুর তিনটের সময় ছাড়বে দিনের প্রথম মেট্রো। রাত পৌনে ন’টার বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। ১৫ মিনিট অন্তর এই রুটে মেট্রো চলাচল করবে।

অন্যদিকে আবার শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে হোলি উপলক্ষে চলাচল করবে মাত্র ২২টি মেট্রো। এই রুটেও দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। যাত্রীরা মেট্রো পরিষেবা পাবে আধঘণ্টা অন্তর। তবে অরেঞ্জ এবং পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা এবং রুবি রুটে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই হোলি উপলক্ষে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই মেট্রোর সময়সূচি দেখে তারপর বেরোবেন। না হলে ভোগান্তি হতে পারে রাস্তায় বেরিয়ে।

Exit mobile version