SIP: এসআইপিতে বিনিয়োগের কথা ভাবছেন, জেনে নিন বিস্তারিত তথ্য

SIP: এসআইপিতে বিনিয়োগের কথা ভাবছেন, জেনে নিন বিস্তারিত তথ্য। বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে বেশ উৎসাহী সাধারণ মানুষ। অনেকেই আছেন যারা নিয়োমিত কোথাও না কোথাও বিনিয়োগ করতেই থাকেন। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষই যা উপার্জন করে তার বেশিরভাগটাই খরচ করে ফেলেন। যা অবশিষ্ট থাকে, সঞ্চয় করেন শুধু সেটুকুই। এই দুই ধরনের মানুষের জন্যই অত্যন্ত কার্যকরী বিনিয়োগের এসআইপি (SIP) পদ্ধতি। সাধারণ মানুষের কাছে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অত্যন্ত জনপ্রিয়।

এসআইপির (SIP) এই জনপ্রিয়তার বিশেষ কারণও আছে। যদি কোন ব্যক্তি মাসিক ৫০০০ টাকা করে সঞ্চয় করতে চান তাহলে ২০ বছর পর তার সঞ্চয়ের পরিমাণ হবে ১২ লক্ষ টাকা। এর উপর প্রতি মাসে ১২ শতাংশ সুদের হিসেবে মোট সঞ্চয় পরিমাণ হবে ৫০ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় ৩৮ লক্ষ টাকা লাভ করতে পারবেন সেই ব্যক্তি। আর যদি সঞ্চয়ের পরিমাণ ৫০০০ এর পরিবর্তে ১০ হাজার টাকা হয় তাহলে সঞ্চয়ের পরিমাণ হতে পারে এক কোটি টাকা। সময় বাড়ালে এই সঞ্চিত অর্থের পরিমাণও বাড়তে থাকবে।

তবে বিনিয়োগের ক্ষেত্রে সব সময় কিছু হিসাব-নিকাশ করে নিতে হয়। আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চাইছেন এবং যে উদ্দেশ্যে বিনিয়োগ করতে চাইছে সেই সময়সীমাটি ভালো করে বিবেচনা করে তবেই বিনিয়োগ করুন। খরচ যেভাবে বেড়ে চলেছে তাতে ভবিষ্যৎ পরিকল্পনা করে বিনিয়োগ করা উচিত। ধরুন আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য বিনিয়োগ করতে চাইছেন। ২০ বছর পর যদি আপনার এই কাজের জন্য ২৫ লক্ষ টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে ২৫ বছর পর একই কাজের জন্য ৩৫ লক্ষ টাকার প্রয়োজন হওয়াও খুব অস্বাভাবিক নয়।

আরো পড়ুন: উচ্চ রিটার্ন এই দুই মিউচুয়াল ফান্ডে! বিনিয়োগকারীদের আগ্রহ দেখে সতর্কতার নির্দেশ SEBI-র

আপনি যদি ৩০ বছরের জন্য বিনিয়োগ করতে চান তাহলে এসআইপি (SIP) পদ্ধতিতে মাসিক ৩০০০ টাকা বিনিয়োগে ৩০ বছর পর পেতে পারেন এক কোটি টাকা। আপনি যদি বিনিয়োগের মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে এসআইপি ক্যালকুলেটরের সমস্ত হিসেব-নিকেষ পরিষ্কারভাবে জেনে রাখা প্রয়োজন। কোন পদ্ধতিতে, কত টাকা বিনিয়োগ করলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাবে? এবং এই কাজে কত দিন সময় লাগতে পারে? সবকিছুই জানা যাবে এসআইপি ক্যালকুলেটরের সাহায্যে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের সুদের পরিমাণ যেহেতু অনেকাংশে মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে তাই বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন।

বর্তমান বাজারে মুদ্রাস্ফীতির পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। অনেকাংশেই আয়ের তুলনায় খরচের পরিমাণ বেশি হয়ে যাবার সম্ভাবনা দেখা যায়। তখনই সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই কিছু অতিরিক্ত আয়ের লক্ষ্যে সজাগ থাকেন সবসময়। সেরকমই একটি আয়ের উপায় বলে দিতে পারে বিভিন্ন মিউচুয়াল ফান্ড। বাজারের উপর নির্ভর করে অনেক বেশি মুনাফা এনে দিতে পারে এই প্রকল্পগুলি। তবে মিউচুয়াল ফান্ডের এসআইপি (SIP) আর্থিক ক্ষতির কারণও হতে পারে। তাই এসআইপি করার আগে ভালো করে সমস্ত নিয়ম জেনে তবেই বিনিয়োগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *