Vikrant Massey: বলিউডের সাম্প্রতিক কালের প্রতিভাবান এবং বিখ্যাত অভিনেতাদের মধ্যে রয়েছেন ভিক্রান্ত মাসে! সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে অবসরের ঘোষণা করেছেন এই অভিনেতা। আকস্মিক এই খবরে স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছেন ভক্তরা। মাত্র ৩৭ বছর বয়সেই অভিনয়কে বিদায় জানালেন এই বলিউড খ্যাত অভিনেতা। কারো মনে আবার তৈরি হয়েছে কৌতূহল! সবার মনে একটাই প্রশ্ন সফল হয়েও এত তাড়াতাড়ি অবসর নিলেন কেনো!
ভিক্রান্ত ২০০৭ সালে ধুম মাচাও ধুম ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতের অভিষেক করেন। ধারাবাহিকটি বেশ সফলও হয়। এরপর ক্রমে ক্রমে বালিকা বধূ, ধর্মবীর, কবুল হ্যায়-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এর থেকেই ঘরোয়া দর্শকদের মন জয় করেন তিনি। সেই সময় তাঁর (Vikrant Massey) মাসিক আয় ছিল ৩৫ লক্ষ টাকা। কিন্তু এর পর আর ছোট পর্দায় আটকে থাকেননি তিনি। পা রাখেন OTT প্লাটফর্মে। তারপর একেরপর এক হিট শো-তে নজর কাড়েন তিনি। এর মধ্যে মির্জাপুর, ব্রোকেন বাট বিউটিফুল, ক্রিমিনাল জাস্টিসের মতো শো-গুলি তাঁর অভিনয় প্রতিভাকে অন্য মাত্রা প্রদান করে।
বলিউডের জগতে তাঁর যাত্রা শুরু হয় লুটেরা ছবির মাধ্যমে। এই ছবিতে তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। এরপর ছাপাক, এ ডেথ ইন দ্যা গঞ্জের মতো ছবিতেও তাঁর (Vikrant Massey) অভিনয় প্রতিভা অন্য মাত্রা ছুঁয়ে ফেলে। এরপর সবথেকে সফল হিসেবে ২০২৩ সালে ব্লকবাস্টার হিন্দি ছবি টুয়েলভথ ফেল-এ (Vikrant Massey) অভিনয় প্রশংসার যোগ্যতা রাখে। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। IPS মনোজ কুমার শর্মার চরিত্র তাঁর জীবনে মোড় ঘুরিয়ে দেয়।
আরো পড়ুন: অবাঙালি হয়েও বাংলার সিনেমা জগতে রাজ, জিতের চমক জাগানিয়া যাত্রা
রবিবার ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান অভিনেতার পরবর্তী ছবি জিরো সে রিস্টার্ট ছবি হবে দর্শকদের সাথে তাঁর শেষ সাক্ষাৎকার। এবার তিনি ঘরে ফিরতে চান। একজন স্বামী, একজন বাবা, একজন ছেলে এবং একজন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পেতে চান!
এই দীর্ঘ সফল কেরিয়ারের মধ্যে ভিক্রান্ত (Vikrant Massey) মুম্বইতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। রয়েছে বিলাসবহুল কিছু গাড়িও। যার মধ্যে Volvo S90 গাড়িটি রয়েছে যার বাজার মূল্য ৯০ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে মারুতি সুজুকি ডিজায়ার এবং ডুকাটি মনস্টার বাইকটিও। বলিউডে রাতারাতি খ্যাত হওয়া অভিনেতা-অভিনেত্রীদের মতো নয় বরং তাঁর গল্পে রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং একাগ্রতা। তাই তিনি অভিনয় জগৎকে বিদায় জানালেও অভিনয় জগৎ তাঁকে মন থেকে বিদায় দিতে পারবে না।