Dark Spots: ত্বকের কালো ভাব নিয়ে চিন্তিত, দারুন উপায় বলে দিল এক পার্লার দিদি। ত্বকের কালো ভাব আমাদের সকলেরই সমস্যার কারণ হয়ে উঠতে পারে। বিশেষত মহিলারা এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। বিভিন্ন রকম পোশাক পরার কারণে ত্বকের লোম তুলে ফেলার প্রবণতা দেখা যায় মহিলাদের মধ্যে সবথেকে বেশি। আর সেই কারণেই তাদের সম্মুখীন হতে হয় ত্বকের উপর হওয়া কালো দাগের (Dark Spots)। আপনিও কি এই একই সমস্যায় ভুগছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে থাকছে ত্বকের কালো ভাব দূর করার একাধিক ঘরোয়া টোটকা।
হাত-পা বা শরীর অন্যান্য জায়গার লোম তুলে ফেলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন বেশিরভাগ মহিলাই। লোম তোলার জন্য যারা নিয়মিত রেজার বা বাজার চলতি কেমিক্যাল যুক্ত ক্রিম ব্যবহার করে থাকেন তাদের একটি বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়। যে জায়গা থেকে লোম তোলা হচ্ছে সেই জায়গায় কালো দাগ (Dark Spots) তৈরি হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই এই কালো দাগ অস্বস্তির কারণ হয়ে ওঠে মহিলাদের জন্য। এবার ঘরোয়া পদ্ধতিতে এই কালো দাগ উধাও করার বেশ কিছু উপায় বলে দিল এক পার্লার দিদি।
ত্বকের কালো দাগ (Dark Spots) দূর করতে সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ হলো লেবু। লেবুকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়ে থাকে। কারণ লেবুতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট যেকোনো দাগকে সহজেই তুলে দিতে পারে। প্রতিদিন স্নানের সময় পাতিলেবু ব্যবহার করলে ত্বকের কালো দাগের সমস্যা দূর হতে পারে। যদি সম্ভব হয় তাহলে লেবুর সাথে কিছুটা চিনি মিশিয়ে নিতে পারেন। তাতে আরও ভালো ফল পাবেন আপনারা। ত্বকের কালো দাগ তো উঠবেই পাশাপাশি ময়লা পরিষ্কার এবং লোমের বৃদ্ধি কমাতে সহযোগিতা করবে।
আপনি যদি ত্বকের কালো দাগ (Dark Spots) দূর করার জন্য চিনি ব্যবহার করার কথা ভেবেই থাকেন তাহলে অলিভঅয়েলের সাথে ব্রাউন সুগার মিশিয়ে ব্যবহার করে দেখতে পারেন। এটিও কালো দাগ দূর করতে একেবারে অব্যর্থ ওষুধ। অলিভ অয়েল আর ব্রাউন সুগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখতে পারেন। সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ ব্যবহার করে দেখুন ফল পাবেন হাতেনাত এছাড়া আলু ত্বকের দাগ পরিষ্কার করতে সাহায্য করে। কয়েক ফালি আলু ভিনেগারে চুবিয়ে প্রতিদিন স্নানের পরে ব্যবহার করতে পারেন এতে ভালো ফল পাবেন আপনারা। প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ ব্যবহার করতে হবে। বিশেষত শেভিং এর পর তো অবশ্যই। শুধুমাত্র লোম তোলার কারণে হওয়া কালো দাগই না ত্বকের যে কোন দাগ ছোপ দূর করতে সহায়ক এই মিশ্রণ গুলি।
ত্বকের কালো দাগ (Dark Spots) তোলার জন্য আরও একটি ভালো উপায় রয়েছে। আপনি চাইলে এক চামচ বেকিং সোডার সাথে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে মনে রাখতে হবে এই মিশ্রণটি ত্বকে লাগানোর পর ৫ মিনিটের বেশি তা ত্বকে রাখা যাবে না। ধুয়ে ফেলতে হবে বা পরিষ্কার করে ফেলতে হবে। ২-৩ দিন করলেই ত্বকের কালো ভাব দূর করা সম্ভব হবে। এছাড়া ব্যবহার করে দেখতে পারেন নারকেল তেল। ঘরে সবথেকে সহজলভ্য উপাদান হিসেবে পেয়ে যাবেন এই তেল। নারকেল তেল নিয়মিত ম্যাসাজ করলে ত্বকের দাগ সব উধাও হতে পারে। নির্দিষ্ট জায়গায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট নারকেল তেল দিয়ে ম্যাসাজ করে দেখতে পারেন অবশ্যই ফল পাবেন।