Blood Group: প্রত্যেকটি মানুষেরই রয়েছে নিজস্ব একটি রক্তের গ্রুপ। কখনো ভেবে দেখেছেন এই রক্তের গ্রুপ বলে দেবে আপনার ভবিষ্যতের রোগ সম্পর্কে? গবেষণার মাধ্যমে জানা গেছে যে, কোন মানুষ কোন রোগে আক্রান্ত হতে পারে সেটা জানা যাবে এই রক্তের গ্রুপ থেকে। প্রত্যেকটি রক্তের মধ্যেই রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য। রক্তের যে লোহিত কণিকা আছে তার গায়ে আছে নানা ধরনের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন প্রতিটি রক্তের গ্রুপকে বিশেষ একটি রোগের বিরুদ্ধে সুরক্ষা দিয়ে থাকে।
এই রক্তের গ্রুপ আবার অন্য কোনো একটি রোগের প্রতি দুর্বলও করে তোলে। আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারবো কোন গ্রুপের রক্তবহনকারীকে কোন কোন রোগ থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। নিম্নে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে।
মানসিক চাপ
যেসব ব্যক্তিদের ‘এ’ এবং ‘ও’ গ্রুপের রক্ত (Blood Group) রয়েছে তারা মানসিক চাপ সহজে মোকাবিলা করতে পারেন না। কারণ, ‘এ’ গ্রুপের রক্তধারীদের দেহে কর্টিসোল হরমোনের নিঃসরণ হয় বেশি। তবে ‘ও’ গ্রুপের রক্তধারীদের দেহে কর্টিসোল নিঃসরণ হয় কম। কিন্তু মানসিক চাপের সময় তাদের দেহে অতিরিক্ত অ্যাড্রেনালিন নিঃসরণ ঘটে। সেই কারণে এই দুই গ্রুপের রক্তধারী ব্যক্তিরা তাদের সিস্টেমে থাকা কোনো কর্টিসোল পরিষ্কার করতে পারেন না। ফলে তারাও মানসিক চাপ মোকাবিলা করতে পারে না সহজে।
হৃদরোগ
যেসব ব্যক্তিদের শরীরে ‘এবি’ বা ‘বি’ গ্রুপের রক্ত (Blood Group) রয়েছে তারা কিন্তু হৃদরোগে আক্রান্ত হতে পারেন খুব সহজেই। তবে যাদের ‘ও’ গ্রুপের রক্ত তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।
রক্ত জমাট বাধা
‘এ’ এবং ‘বি’ গ্রুপের রক্তের অধিকারীদের একটি বিশেষ সমস্যায় ভুগতে হয় এবং এই রোগ হওয়ার ৩০% ঝুঁকি থাকে। ‘এবি’ গ্রুপের রক্ত আছে যাদের তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি ২০%। রক্ত জমাট বাঁধলেই স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হতে পারে। তবে যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের রক্ত জমাট বাধার ঝুঁকি কম।
আলসার
আলসার রোগটি সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের। অন্যান্য যেকোন গ্রুপের রক্তধারীতে তুলনায় যাদের রক্তের গ্রুপ ‘ও’ তাদের এই রোগের সম্ভাবনা অনেক বেশি। ‘ও’ গ্রুপের রক্তধারীদের পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি বেশি থাকে।
অগ্ন্যাশয়ের ক্যান্সার
‘এ’ গ্রুপের রক্তধারীদের অগ্ন্যাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি ৩২% আর ‘এবি’ গ্রুপের রক্তধারীদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫১%। ‘ও’ গ্রুপের রক্তধারীদের অগ্ন্যাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি কম।
আরো পড়ুন: অহরহ প্যাকেটজাত খাবার খাচ্ছেন? গোপনেই আপনার ডায়াবেটিস বাড়িয়ে তুলছে না তো?
স্মৃতির দুর্বলতা
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘এবি’ গ্রুপের (Blood Group) রক্তধারীদের শেষ বয়সে গিয়ে স্মৃতির দুর্বলতা দেখা দিতে পারে। ‘এবি’ গ্রুপের রক্তের জমাট বাধা এবং রক্তের প্রোটিনজনিত কিছু সমস্যার কারণে স্মৃতির এই সমস্যা দেখা দেয়।
গ্যাস্ট্রিক ক্যান্সার
‘এ‘ গ্রুপের রক্তধারী ব্যক্তিদের আরেকটি গুরুত্বপূর্ণ রোগের হাত থেকে সর্বদাই সতর্ক থাকতে হবে তাহল গ্যাস্ট্রিক ক্যান্সার। এদের ঝুঁকি অনেক বেশি। তবে ‘ও’ গ্রুপের রক্তধারী লোকদের গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কম।