Swami Vivekananda Scholarship: ছাত্র সমাজই হলো দেশের ভবিষ্যত। তাই শিক্ষার পথের একাধিক বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই জীবন। তবে যাতে ছাত্র-ছাত্রীরা অর্থনৈতিক ভাবে কোনো বাধার সম্মুখীন না হয় তার জন্য একাধিক স্কলারশিপের বন্দোবস্ত করে সরকার। এরকমই একটি বৃত্তি হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। প্রতিবার এই বৃত্তির মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন।
বেশ কিছু মাস ধরেই ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের অপেক্ষায় ছিল। সম্প্রতি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও এর কিছু ওয়েবসাইটেও পরিবর্তন আনা হয়েছে। লঞ্চ করা হয়েছে নতুন SVMCM 4.2! জেনে নিন কিভাবে আবেদন করবেন।
সমস্ত ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই তাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে। তাদের কেউ কেউ আবার বিভিন্ন কোর্সে নিজেদের শিক্ষাজীবন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে এই সমস্ত ছাত্রী গুলোই এই বৃত্তির (Swami Vivekananda Scholarship) আবেদনের সুযোগ হবে। কোর্সের উপর ভিত্তি করে দেওয়া হবে স্কলারশিপ। যার মধ্যে বিএ বা বিকম পড়লে ১২,০০০ টাকা, BSC বা BCA কোর্সে ১৮,০০০ টাকা এবং ডাক্তারি, নার্সিং সহ আরো কোর্সের ক্ষেত্রে দেওয়া হবে ৬০,০০০ টাকা।
আরো পড়ুন: ফের নিয়ম বদল স্নাতক পাশের নিয়মে, ৪ বছরের আগেই মিলবে সার্টিফিকেট
যারা এই নতুন বৃত্তিতে আবেদন করতে আগ্রহী তারা নিজেদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৬০% নাম্বার পেলে আবেদন করতে পারবে। এছাড়াও এই স্কলারশিপে নতুন কিছু কোর্স নিয়ে পড়াশুনো করলে এই অর্থ সাহায্য পাওয়া যাবে। তবে এক্ষেত্রে পারিবারিক আয় থাকতে হবে ২.৫ লাখ টাকায়।
প্রয়োজনীয় নথি:
- পরীক্ষার মার্কশিট
- নতুন কোর্সের ভর্তি প্রমাণ
- আধার কার্ড
- কালার পাসপোর্ট সাইজ ফটো
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
- ইমেল আইডি ও মোবাইল নাম্বার।