Scientific Calculator: ক্যালকুলেটর এর মতন জনপ্রিয় জিনিস আমি আপনি আমরা সবাই প্রায় কখনও না কখন ব্যবহার করেছি। বাড়ির খরচের হিসেব হোক বা বিদ্যালয়ে অংকের ক্লাসে, ক্যালকুলেটরের ব্যবহার সর্বত্র। সাধারণ ক্যালকুলেটর ছাড়া আমাদের জীবনে বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক ক্যালকুলেটরের (Scientific Calculator) ও ব্যবহার অপরিহার্য। সেটা একাদশ বা দ্বাদশ শ্রেণী হোক বা ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনাই হোক, ক্যালকুলেটর আমাদের জীবনের সাথে জড়িত।
যুগ পাল্টেছে, এখন আলাদা করে সায়েন্টিফিক ক্যালকুলেটর (Scientific Calculator) বয়ে বেড়াতে হয় না। পকেটের ফোন এই সুবিধা উপলব্ধ। কিন্ত আপনি কি জানেন যে ক্যালকুলেটরের এমন কিছু বোতাম বাটন আছে যা আপনার হিসেব করার অভিজ্ঞতাকে করে তুলবে আরও সহজ। m+, m-, mr এবং mc। আমরা অনেকেই হয়তো জানিনা এইগুলোর ব্যবহার ঠিক কি! আসুন জেনে নেওয়া যাক এগুলো ব্যবহারের সঠিক পদ্ধতি।
m+
এই বিশেষ বাটনটির পুরো নাম হচ্ছে মেমোরি প্লাস। এইবাটন এর আসল কাজই হলো গণনা সংরক্ষণ করা। আপনি কোনো কিছু হিসেব করার পর যদি এই বাটন টি টিপে দেন তাহলে সেই ফলাফল টি আপনার ক্যালকুলেটরে সংরক্ষিত হয়ে থাকে। যেমন ধরুন আপনি ক্যালকুলেটর এ ৫০+৬০ এর ফলাফল বের করলেন, ফলাফল বেরিয়ে যাওয়ার পর যদি আপনি m+ বাটন টি টেপেন তবে এই ফলাফল আপনার ক্যালকুলেটরের মেমোরিতে সংরক্ষিত হয়ে যায়।
আরো পড়ুন: আপনি কি সেই তিনজন ব্যক্তির নাম জানেন, যারা বিনা পাসপোর্টে পৃথিবীর যেকোনো জায়গায় যেতে পারে
m-
এই বাটনটির পুরো নাম হচ্ছে মেমোরি মাইনাস। অর্থাৎ m+ এর ঠিক বিপরীত কাজ করবে এই বাটনটি। ক্যালকুলেটরে থাকা পুরোনো মেমোরিকে মুছে ফেলতে চাইলে এই বাটনটির প্রয়োগ করবেন। যেমন ধরুন আপনি আগে যেই ফলাফল বের করেছেন টা সংরক্ষিত আছে, কিন্তু আপনি তো মুছে নতুন ফলাফলকে সংরক্ষিত করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে আগে m- বাটন ব্যবহার করে নতুন ফলাফলকে m+ করতে হবে।
mr
এই বাটনের পুরো নাম হলো মেমোরি রিকল। এই বাটনটির মাধ্যমে পুর্ব সংরক্ষিত কোনো সংখ্যা বা ফলাফলকে নতুন গণনার মধ্যে আলাদা করে না লিখেই বসানো যায়।
mc
সায়েন্টিফিক ক্যালকুলেটরের (Scientific Calculator) এই বাটনটির পুরো নাম হলো মেমোরি ক্লিয়ার। অর্থাৎ আপনার আগের সংরক্ষিত সমস্ত ফলাফলকে যদি আপনি একেবারে মুছে ফেলতে চান তবে এই বাটনটির প্রয়োগ করবেন।