Kolkata: বিশ্বের সেরা ২৫টি শহরের তালিকায় কলকাতা, আন্তর্জাতিক খ্যাতি তিলোত্তমার মাথায়

Kolkata: প্রাণের শহর কলকাতার মাথায় নতুন মুকুট। বিশ্বের দরবারে এবার তিলোত্তমা। সমাজের বিভিন্ন স্তরের যেকোনো মানুষের কাছে এটা গর্বের বিষয়। বিশ্বের সেরা ২৫টি শহরের মধ্যে জায়গা করে নিয়েছে সকলের প্রিয় কলকাতা। এই তথ্য পেয়ে অনেক কলকাতাবাসী দাবি করেন তাঁরা কলকাতায় বসে যা চান তাই পেয়ে যান। কলকাতা গর্বের শহর তাই এই শিরোপা যোগ্য জায়গায় দেওয়া হয়েছে।

তিলোত্তমার মাথায় এবার আন্তর্জাতিক স্বীকৃতি। ভ্রমণ এবং অবসরজ্ঞাপনের ক্ষেত্রে পুরো বিশ্বের সেরা ২৫টি শহরের মধ্যে ১৯তম স্থানে উঠে এসেছে কলকাতার (Kolkata) নাম। স্বীকৃতি দেওয়া হয়েছে সাভিলস গ্রোথ হাবস ইনডেক্স নামক বেসরকারি একটি সংস্থার মাধ্যমে। অন্যদিকে দিল্লি আইআইটির দ্বারা হওয়া (Delhi IIT) একটি সমীক্ষায় দূষণমুক্ত মেট্রো শহর হিসেবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে প্রাণের শহর কলকাতা। নদীতীরে বিস্তৃত শহর। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হিসেবে আরও একটি বিশ্বমানের খেতাব পেলো সকলের প্রিয় কলকাতা। অন্যদিকে সাভিলস্ গ্রোথ হ্যাবস দ্বারা সংগঠিত হওয়া আরও একটি সমীক্ষা অনুযায়ী দ্রুত উন্নতিপ্রাপ্ত শহরগুলির তালিকায় বিশ্বের মধ্যে ১১তম স্থানে রয়েছে কলকাতা।

ভ্রমণ এবং অবসর যাপনের নিরিখে ১৯ নম্বরে রয়েছে শহর কলকাতা। অন্যদিকে দিল্লির আইআইটির (Delhi IIT) সমীক্ষা অনুযায়ী গত মে মাসের পাওয়া তথ্য অনুযায়ী দূষণমুক্ত মেট্রো শহর হিসেবে দেশের নয় বরং বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। কলকাতার মুকুটে এতসব সম্মান দেখে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরো পড়ুন: বেআইনি পার্কিংয়ে রমরমা শহরে! সমস্যা মেটাতে জরিমানা বৃদ্ধির সিদ্ধান্ত পুরসভার

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কলকাতা। যা খুব গর্বের। কলকাতা সত্যিকারের উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছে। সেই আলো ছড়াচ্ছে কলকাতা (Kolkata)। ঐতিহ্য ও আধুনিকতার সামঞ্জস্য রেখে চলতে পারে শহর সাথে জানে পরিবেশের সাথে হাত মিলিয়ে উন্নতির পথে হাঁটতেও। এর জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি আরো জানান তিনি এমন একটি শহর তৈরি করতে চান যেখানে ঐতিহ্যের সম্মান থাকবে, উন্নয়ন থাকবে এবং পরিবেশের প্রতি যত্নও থাকবে। এর জন্য শহরের নাগরিকদের একসাথে চলার আহ্বান জানিয়েছেন।

মহানগরী কলকাতার (Kolkata) পাশ দিয়ে বয়ে গিয়েছে নদী। ব্যস্ত মহানগরের উন্নতির ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে হুগলি নদী। আন্তরিকতা ও ভালবাসায় ঘেরা এই শহর এখন বিশ্বের দরবারে বিশেষ সম্মান পাওয়ায় খুশি সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *