Kolkata Knight Riders: বাংলার বারো মাসে যেমন তেরো পার্বণ তেমনই ভারতীয় ক্রিকেটের ক্যালেন্ডারের অন্যতম একটি উৎসব হলো আইপিএল (IPL)। দেশের দশটি বড়ো শহরের নামে তৈরি দশটি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। এর মধ্যে প্রতিটি দল তাঁর শহরের স্টেডিয়ামে খেলে থাকে। এর মধ্যে অনেক দলের আবার থাকে দুটি করে হোমগ্রাউন্ড। যেমন পাঞ্জাবের দল পাঞ্জাব কিংগস (Punjab Kings) মোহালি এবং ধরমশালায় দুটি আলাদা আলাদা হোমগ্রাউন্ডে খেলে থাকে।
একই ভাবে রাজস্থান রয়ালস দলটি জয়পুর ছাড়াও গুয়াহাটিতেও নিজেদের ম্যাচ খেলে থাকে। কিন্তু আইপিএলের শুরুর সিজন থেকে কলকাতার দল (Kolkata Knight Riders) তার সমস্ত ম্যাচ ঐতিহাসিক ইডেন গার্ডেন্সেই খেলে আসছে। যদিও তারা কিছু বছর আগে রাঁচিতে তাদের দ্বিতীয় হোমগ্রাউন্ড হিসেবে কয়েকটি ম্যাচ খেলেছিল। তবে সেটার সাথে যোগাযোগ মুচেছে আবার অনেক বছর।
কিন্তু এবার আইপিএলের (IPL) নতুন মরশুম থেকে নতুন করে দ্বিতীয় হোমগ্রাউন্ড পেতে চলেছে কেকেআর (Kolkata Knight Riders)। সূত্রের খবর সব স্বাভাবিক থাকলে আগামী মরশুম থেকেই কলকাতার দ্বিতীয় হোমগ্রাউন্ড হতে চলেছে ত্রিপুরা। ইতিমধ্যেই সেখানে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। কর্মীরা জানিয়েছেন আগামী আইপিএল সিজনের মধ্যেই স্টেডিয়ামটি পুরোপুরি ভাবে তৈরি হয়ে যেতে পারে। তাই এটিই হতে পারে নাইটদের দ্বিতীয় হোমগ্রাউন্ড। তবে সরাসরি অফিসিয়াল ভাবে এখনও কিছু জানানো হয়নি। তাই এখানে এখনই জল্পনার অবসান নেই।
আরো পড়ুন: সেরা কে রোনাল্ডো না মেসি! পেপের মন্তব্যে বিতর্কের ঝড় ফুটবল জগতে
ত্রিপুরার নরসিংগড়ে এই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে ২০১৭ সাল থেকেই। বর্তমানে এর কাজ প্রায় শেষের দিকে এসে গেছে। প্রায় ১৮৫ কোটি টাকার এই স্টেডিয়াম আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ সুবিধা সহ তৈরি করা হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট বোর্ডের কর্তারা ইতিমধ্যেই আইপিএলের মতো বড় ইভেন্টের জন্য কথা বলে রেখেছেন। জানা যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতেই শেষ হতে পারে স্টেডিয়াম তৈরির কাজ। যদি কেকেআর (Kolkata Knight Riders) এই স্টেডিয়ামটিতে তাদের দ্বিতীয় হোমগ্রাউন্ড হিসেবে খেলতে আসে তবে ইডেনের উপর থেকে ম্যাচ সংখ্যা যে কমবে তা বোঝার অপেক্ষা রাখেনা।
অন্যদিকে ত্রিপুরা ক্রিকেটের সচিব সুব্রত দে জানান ইতিমধ্যেই আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ কুমার ধুমাল স্টেডিয়াম পরিদর্শন করে গিয়েছেন। সব কিছু খুঁটিয়ে দেখে এবং কাজের গতি দেখে তিনি বেশ খুশিও হয়েছেন। তাদের পক্ষ থেকে আবেদন করা হয় যাতে কলকাতার (Kolkata Knight Riders) অন্তত দুটি ম্যাচ এই স্টেডিয়ামে খেলানো যায়। অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ শেষ হলে ত্রিপুরাবাসী স্টেডিয়ামে বসে আইপিএল দেখার খুশি উদযাপন করতে পারবেন।