Site icon লোকাল সংবাদ

Kolkata Metro: কলকাতা মেট্রোতে বেনজির সংকট, সমস্যা বাড়ছে উত্তরোত্তর

Kolkata Metro

Representative

Kolkata Metro:কলকাতা মেট্রো নিয়ে মানুষের আবেগ কম নয় আর আবেগ থাকাটাও স্বাভাবিক। কলকাতা ট্রামের মত কলকাতার মেট্রো সঙ্গে ও জুড়ে আছে মানুষের কত সুমধুর স্মৃতি। তবে সেই কলকাতা মেট্রো এইবার সঙ্কটে। হ্যাঁ , আপনি একদম ঠিক পড়ছেন। চালক অর্থাৎ মোটরম্যান নিয়ে সঙ্কটে পড়েছে কলকাতা মেট্রো। ২০১০ এ কলকাতা মেট্রোতে শেষ মোটর ম্যান নিয়োগ করা হয়েছিল।

এই নিয়োগ শেষবার। তারপর থেকে নানা পদ্ধতিগত জটিলতায় আটকে রয়েছে এই নিয়োগ পদ্ধতি। ১৫ বছর ধরে এই পদে নতুন কোন নিয়োগ হয়নি। এই বিষয়টার রীতিমত সংকটজনক পরিস্থিতি কলকাতা মেট্রোর (Kolkata Metro) জন্য। এই পরিস্থিতির জন্যই বর্তমানে কর্মী ইউনিয়নরা প্রতিবাদ শুরু করেছেন এবং এই নিয়োগের প্রতিবাদে তারা অনশনে বসতে পারেন বলেও খবর রয়েছে।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে বর্তমানে মোট মোটর ম্যান রয়েছেন ২১৬। সারাদিনে এই ব্লু লাইনে ট্রেন চলে ২৮৮ টা। আশ্চর্যজনক খবর হল এই যে এই মুহূর্তে ব্লু লাইনে মোটর ম্যান ঘাটতি সংখ্যা রয়েছে ১৮০। ৮ ঘণ্টার বদলে ১০ থেকে ১১ ঘণ্টা ধরে কাজ করেন মোটর ম্যানরা। এ তো গেল শুধু ব্লু লাইনের কথা, পিঙ্ক ও অরেঞ্জ লাইন মিলিয়ে এই ঘাটতি সংখ্যা যে আরো বাড়বে সে কথা বলাই বাহুল্য।

আরো পড়ুন: আবারও যাত্রী ভোগান্তি মেট্রো রেলে, বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রো (Kolkata Metro) তে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে ২১ জন মোটর ম্যান অবসর নেবেন। কর্মী ইউনিয়নের দাবি এই অবসর গ্রহণের পর কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠবে কারণ দীর্ঘ সময় ধরে নিয়োগ নেই এই বিপুল সংখ্যক অবসরের ফলে বর্তমানে থাকা মোটর ম্যানদের ওপর আরো চাপ বাড়বে, তাই নিয়োগ দাবিতে তারা প্রতিবাদ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য আগে পশ্চিমে এলে দুভাবে এই মোটর ম্যান নিয়োগ হত।

একটা নিয়োগ হত আর আর বি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, আর একটি নিয়োগ হত সরাসরি। ১৯৮৪ সাল থেকে সরাসরি মোটর ম্যান নিয়োগ করত মেট্রো। কারণ RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করতো, কিন্তু ২০১২ সালের রেল বোর্ড গোটা দেশের সমস্ত জায়গায় সরাসরি মোটরম্যান নিয়োগ করা বন্ধ করে দেয় যার প্রভাব পড়ে কলকাতা মেট্রো (Kolkata Metro) সহ অন্যান্য জায়গায়।

অন্যদিকে মেট্রোর পরিসর বেড়েছে অথচ নিয়োগ নেই যে কারণে ওভারটাইম ডিউটি করতে হচ্ছে কলকাতা মেট্রোর চালকদের, চালকের সংখ্যা কম হওয়ায় বাতিল হচ্ছে পরপর ছুটি, এমনকি ইমারজেন্সি কারণেও ছুটি মিলছে না তাদের, যেকারণে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন, তাছাড়া স্টেশনে মানুষের ঝাঁপ দেওয়ার পরিণতি চোখের সামনে দেখে অনেকেই আতঙ্কিত। কিন্তু তবু রেহাই নেই, যে কারণে আগামী ১৩ , ১৪ ও ১৫ই জানুয়ারী বড় আন্দোলনের ডাক দিয়েছে কলকাতা মেট্রো কর্মী ইউনিয়ন। কলকাতা মেট্রোর (Kolkata Metro) সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ সহ অনেকেই এই আন্দোলনে উপস্থিত থাকবেন।

Exit mobile version