Kolkata Metro: অবশেষে মূল্যবৃদ্ধির ছাপ কলকাতা মেট্রোতেও, বাড়তে চলেছে ভাড়া

Kolkata Metro: মেট্রোতে এবার নতুন নিয়ম। শেষ মেট্রো ধরে যাতায়াতে দিতে হবে বাড়তি ভাড়া। সোমবার মেট্রো কতৃপক্ষের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে চলতি বছরের আগামী ১০ই ডিসেম্বর থেকেই এই নতুন নিয়োগ কার্যকরী হতে চলেছে কলকাতা মেট্রোতে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে এবার থেকে ব্লু লাইনের শেষ মেট্রোতে চড়তে গেলে যাত্রীদের এবার থেকে অতিরিক্ত ১০ টাকা ভাড়া দিতে হবে। মূলত প্রতিদিন রাত ১০টা বেজে ৪০ মিনিটে শেষ মেট্রো পরিষেবা দেয় কলকাতা মেট্রো। আর এই বিশেষ পরিষেবা পেতেই এবার থেকে দিতে হবে অতিরিক্ত ১০ টাকা।

চলতি বছরের জুন মাস থেকেই রাতের শেষ মেট্রো নিয়ে সময়ের বড় পরিবর্তন আনে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এর মাধ্যমে শেষ মেট্রোর সময় পিছিয়ে ১০টা বেজে ৪০ মিনিট করা হয়। এতদিন পর্যন্ত পরীক্ষামূলক ভাবে একই ভাড়ায় কবি সুভাষ থেকে দমদমের মধ্যে চালানো হচ্ছিল এই বিশেষ মেট্রো। এবার রাত্রিকালীন এই বিশেষ মেট্রো পরিষেবার জন্য অতিরিক্ত ১০ টাকা সারচার্জ ঘোষণা করলো কলকাতা মেট্রো।

এদিন একটি সম্পূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে রাত ১০টা বেজে ৪০ মিনিটে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দুটি বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হয়। কিন্তু এই সময়ে যাত্রী সংখ্যা কম হওয়ায় কার্যত লসের মুখ দেখতে হচ্ছিল সংস্থাটিকে। এই জন্যই রাতের মেট্রো চড়তে হলে যেকোনো দূরত্বের টিকিট মূল্যের সাথে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ কাটার ঘোষণা করলো সংস্থাটি। আগামী ১০ই ডিসেম্বর থেকেই চালু হতে চলেছে এই নিয়ম।

আরো পড়ুন: আর এক মাস তারপরই কলকাতার রাস্তা থেকে হারিয়ে যেতে চলেছে হলুদ ট্যাক্সি

রাতের সময় অফিস ফিরতি বা কাজে বেরোনো প্রচুর মানুষের উপকার করার জন্য প্রাথমিক ভাবে এই রাত্রিকালীন মেট্রো পরিষেবার কথা ভাবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তবে পরীক্ষামূলক এই পরিষেবার সময়ে লক্ষ করা গেছে যে হাতে গোনা কয়েকজন যাত্রীই শুধুমাত্র এই পরিষেবা নিচ্ছেন। আর সেই জন্যই মেট্রো চালানোর খরচ বহন করতেই এই সিদ্ধান্তের পথে হাঁটছে সংস্থাটি।

প্রতি সপ্তাহের পাঁচ দিন রাত ১০টা বেজে ৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদম থেকে দুটি মেট্রো রওনা দেয়। এই দুটিই হলো কলকাতা মেট্রোর (Kolkata Metro) শেষ দুটি ট্রেন। তবে এই সময় কোনো স্টেশনেই খোলা থাকেনা মেট্রো টিকিট কাউন্টার, তাই যাত্রীদের স্টেশনে থাকা ASCRM মেশিনের মাধ্যমে অনলাইনে ইউপিআই-এর মাধ্যমেই সমস্ত টিকিট কাটা এবং টাকা দেওয়ার কাজ সম্পন্ন করতে হয়। এছাড়াও স্মার্ট কার্ডের সাহায্যেও পরিষেবা নিতে পারেন যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *