Illegal Parking: যত দিন যাচ্ছে ততই বাজারে বাড়ছে গাড়ির চাহিদা। হুহু করে বিক্রি হচ্ছে গাড়ি। কিন্তু অনেকেই গাড়ি কিনে সেই গাড়ি ঠিকঠাক জায়গায় পার্কিং করছে না। বেআইনিভাবে রাস্তায় পার্কিং (Illegal Parking Fine) করে সমস্যা ফেলছে সাধারণ মানুষদের। এবার সেই সমস্যা এড়াতে তৎপর হলো কলকাতা পুরসভা। জানালেন সিদ্ধান্ত।
প্রসঙ্গত, গত বুধবার বড়বাজার থানার অন্তর্গত টেরিটি বাজারে লেগেছিল ভয়ংকর আগুন। আর সেই আগুন নেভাতে গিয়েই বেআইনে পার্কিংয়ের কারণে সমস্যার সম্মুখীন হয়েছিল দমকল কর্মী। বেআইনি পার্কিং (Illegal Parking) সমস্যা এড়াতে কলকাতা পুরসভাকে চিঠি পাঠায় দমকল তরফ থেকে। যা শুনে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের মাননীয়া মমতা ব্যানার্জি। পাশাপাশি বেআইনি পার্কিংয়ে গাড়ির মালিকদের যাতে কলকাতা পুলিশ এবং পুরসভা তরফে সচেতন করা হয় তাও জানিয়েছেন মাননীয়া। শুধু তাই না, পরবর্তীতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন মাননীয়া।
শুক্রবার বার্তা দেওয়ার পরই শনিবার এই নিয়ে বৈঠক বসে পুরকমিশনার ধবল জৈনের সাথে আধিকারিকদের। আর সেই বৈঠকেই এই বেআইনি পার্কিং ঠেকাতে অধিকাংশ আধিকারিক দাবি জানায় জরিমানা (Illegal Parking) বৃদ্ধির। অফিসারদের দাবি এবিআইনি পার্কিং রুখতে হলে ২০০০ টাকা জরিমানা করতে হবে। যা নিয়ে সোমবার আবারো আলোচনা হবে বলে জানা গিয়েছে। তবে এর পাশাপাশি এই দিন সিদ্ধান্ত নেওয়া হয় নিয়মিত পুলিশরা যেন শহরের বিভিন্ন প্রান্তে রাত্রিবেলা অভিযান চালায়। অভিযানে বেআইনি পার্কিং দেখলেই তৎপর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে অফিসারদের। এছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের সাহায্যে আরো পার্কিং লট বৃদ্ধি করার।
আরো পড়ুন: নেশার দ্রব্য বয়কট করল রাজ্য, আগামী এক বছর বিক্রি হবে না পান মসলা বা গুটখা জাতীয় দ্রব্য
অন্যদিকে, গত শনিবার ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলীও পুর-অধিবেশনে এই পার্কিং সমস্যার বিষয়টি তুলে ধরেন। তাঁর কথায়, ১২১ নম্বর ওয়ার্ডে রাত্রিবেলা বহু জায়গার গলিতে এমন ভাবে গাড়ি রাখা হয় যেখান দিয়ে সাধারণ মানুষ বেরোতে পারে না। এইসব সমস্যা শুনে কড়া সিদ্ধান্ত জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন সরকারি-বেসরকারি বহু জায়গা রয়েছে যেখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেকেই সেই সব জায়গায় গাড়ি রাখেন না। তাই এবার থেকে রাস্তার উপর গাড়ি রেখে সমস্যা তৈরি করলে পুরসভা তরফে সেই সব গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হবে।
মূলত নিউ মার্কেট, গড়িয়াহাট, রাসবিহারী, বিবাদীবাগ, হাজরা, আলিপুর, শিয়ালদহ, হাতিবাগান ইত্যাদি জায়গায় বেআইনিভাবে পার্কিং (Illegal Parking) করা হয়। যার ফলে যত দিন যাচ্ছে ততই এই বেআইনি পার্কিং নিয়ে বৃদ্ধি পাচ্ছে অভিযোগ। শহরের নানান প্রান্তের রাস্তা হোক বা সরু গলিতে গাড়ি রাখা অভ্যাস হয়ে গেছে সাধারণ মানুষের। যার ফলে অগ্নিকাণ্ড পরিস্থিতি হোক বা রাত্তিরে কেউ কোনো সমস্যায় পড়লে অ্যাম্বুলেন্স ঢোকাতে বাধার মুখে পড়তে হয় সাধারণকে। আর এই সমস্ত বেআইনি পার্কিংয়ের সমস্যা রুখতে কড়া হলো পুরসভা। জরিমানা (Illegal Parking Fine) বৃদ্ধির পথে পুরসভা। তবে সোমবার বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটাই দেখার।