Kolkata Police: কেমন হওয়া উচিত পাসওয়ার্ড, সতর্ক থাকতে হবে সমাজ মাধ্যমে দিলো বার্তা কলকাতা পুলিশ

Kolkata Police: আজকাল সমাজের উচ্চশিক্ষিত সম্মানী নাগরিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কোনো না কোনো ভাবে সাইবার ফ্রডের খপ্পরে পড়ছেন রোজই। আর এই ক্রাইম রুখতে একাধিক সতর্কবার্তা জারি রয়েছে রাজ্যের এবং কলকাতা পুলিশের তরফে। এবার কলকাতা পুলিশের তরফে কিভাবে সতর্ক থাকা উচিত তা সাফ জানিয়ে দেওয়া হলো। এদিন কলকাতা পুলিশের ডিসিপি এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেন পরে ওই পোস্টটি রিপোস্ট করে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেল। সেখানেই বলা রয়েছে সতর্ক হওয়ার উপায়।

কি করণীয়:

সাইবার ফ্রড রুখতে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলি হলো:
১. অক্ষর ও সংখ্যার সমন্বয়ে কঠিন পাসওয়ার্ড তৈরি করে ব্যবহার করতে হবে।
২. টু ফ্যাক্টর অথেনটিকেশনের মাধ্যমে প্রোফাইল সুরক্ষিত রাখতে হবে।
৩. ব্যবহার করা ডিভাইস এবং অ্যাপগুলি সবসময় আপডেটেড রাখতে হবে।
৪. প্রাইভেসি সেটিংসে গিয়ে নিজের গোপনীয়তা বজায় রাখতে হবে।
৫. প্রতিটি সোস্যাল মিডিয়া একাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

কি করণীয় নয়:

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে সাইবার ফ্রড এড়াতে কি কি করণীয় নয় তার সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। চলুন জেনে নিই:
১. আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আবেগের কারণে অতিরিক্ত ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি শেয়ার করা যাবেনা।
২. নিজের জন্মতারিখ বা ফোন নাম্বার বা নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না।
৩. অচেনা কোনো লিংকে হুটহাট করে ক্লিক করবেন না।
৪. নিরাপত্তাহীন ওয়াইফাই ব্যবহার করলে ফ্রড হতে পারে।
৫. অপরিচিত কাউকে কোনো ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেবেন না।
৬. অপরিচিত কোনো ব্যক্তির সাথে সমাজ মাধ্যমে বন্ধুত্ব করবেননা।

আরো পড়ুন: আরো তিন দিন ছুটির ঘোষণা করল রাজ্য সরকার, নভেম্বরের ১২, ১৩ ও ১৫ তারিখ থাকবে সরকারি ছুটি

সাইবার ফ্রডের স্বীকার হলে কি করবেন:

সাইবার ফ্রডের স্বীকার হলে অভিযোগের জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://cybercrime.gov.in -এ রিপোর্ট করার কথা জানানো হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে। পাসওয়ার্ড কেমন হবে এবং কিভাবে সমাজ মাধ্যমে সতর্ক থাকবেন সমস্ত কিছুই পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

এখনও পর্যন্ত একাধিক সাইবার ক্রাইমের তদন্তে সফল হয়েছে কলকাতা পুলিশ। কিছুদিন আগের একটি প্রতিবেদনে দেওয়া হয় ক্রেডিট কার্ডে অতিরিক্ত চার্জ কাটার জন্য হেল্প লাইন নাম্বার খুঁজছিলেন এক ব্যক্তি। সেখানেই একটি নাম্বার পেয়ে ফোন করলে প্রতারকদের জালে জড়িয়ে ব্যক্তির এক লক্ষ টাকা খোয়া যায়। পরে কলকাতা পুলিশ (Kolkata Police) তদন্তে নেমে জানতে পারে নম্বরটি ফ্রড। তদন্তে নামেন সাইবার আধিকারিক প্রিয়াঙ্ক মন্ডল মহাশয়। এরপর ৯২ হাজার টাকা উদ্ধার করা যায়। এখনও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *