Kolkata Port Recruitment: কর্মী নিয়োগ করবে কলকাতা পোর্ট, তাড়াতাড়ি জমা করুন আবেদন পত্র। রাজ্যে বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে হতাশা। এই পরিস্থিতিতে আশার আলো দেখালো কলকাতা পোর্ট (Kolkata Port Recruitment)। পুজোর আগেই খুশির খবর নিয়ে হাজির চাকরি পার্থীদের জন্য। সম্প্রতি কলকাতা পোর্টের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনের তারিখ, পদ্ধতি, বেতন, কাজের ধরন সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। আজকের প্রতিবেদনেও সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি যথাসম্ভব বিস্তারিত আলোচনা করা হলো।
কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।
পদ
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে কর্মী নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। এই সংক্রান্ত নোটিশ ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।
বয়স সীমা
কলকাতা পোর্টে (Kolkata Port Recruitment) নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের আগের মাস পর্যন্ত হিসেব করে। অর্থাৎ ১.৯.২০২৪ তারিখের আগে পর্যন্ত যাদের বয়স ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে রয়েছে বা ছিল তারাই এই পদের জন্য আবেদনের যোগ্য।
যোগ্যতা
কলকাতা পোর্টের (Kolkata Port Recruitment) পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদনকারী যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। আবেদনকারীকে সার্ভে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। অথবা সম মূল্যের কোন বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া কর্ম অভিজ্ঞতাও এই পদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ভূমি রেকর্ড, অ্যাসেস ম্যানেজমেন্ট, মূল্যায়ন ইত্যাদি যেকোনো বিভাগের অন্তত পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন।
বেতন
বেতন সংক্রান্ত তথ্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্দিষ্ট পদের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম ৫৭ হাজার থেকে সর্বোচ্চ ৬৬ হাজার টাকা বেতন ধার্য করেছে কলকাতা পোর্ট (Kolkata Port Recruitment)। বেতন নির্ধারণ করা হবে চাকরিপ্রার্থীর যোগ্যতার উপর ভিত্তি করে।
আবেদন পদ্ধতি
এই পদের জন্য আবেদন করতে হবে অফলাইনে। কলকাতা পোর্টের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন পত্রের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে তা পূরণ করে জমা দিতে হবে। এছাড়া আবেদনপত্রের সাথে আর কি কি জমা দিতে হবে সেই সমস্ত তথ্য দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদন পত্র জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ঠিকানারও উল্লেখ রয়েছে অফিসিয়াল নোটিসটিতে। আবেদন করার আগে আসল বিজ্ঞপ্তি একবার ভালো করে পড়ে নেবেন। এই পদের জন্য আবেদন করা যাবে একেবারে বিনামূল্যে। আগামী ২৫.১০.২০২৪ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে চাকরিপ্রার্থীদের জন্য। নির্দিষ্ট সময়ের পর আর কোন আবেদনপত্র জমা নেওয়া হবে না।