Sreelekha Mitra: নিজের গাড়ি চালকের সাথে যা করেছিলেন….. কুনালের আক্রমণে গোপন তথ্য ফাঁস শ্রীলেখার!

ভারতীয় রাজনৈতিক নেতা হিসেবে কুনাল ঘোষকে সকলেরই চেনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র তিনি। পাশাপাশি তিনি সাংবাদিক এবং রাজ্যসভার প্রাক্তন সংসদও বটে। অপরদিকে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তবে শুধু তিনি অভিনেত্রী নন, একজন প্রতিবাদীও বটে। সম্প্রতিক বাক-বিতন্ডায় জড়াতে দেখা গেল এই দুই জনপ্রিয় নেতা-নেত্রীকে। আর এই বিতর্কে জড়িয়ে কুনালের আক্রমণে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা। অভিনেত্রীর গভীর রহস্য ফাঁস করলেন কুনাল ঘোষ। যা ঘটেছিল ২০০৪ সালে নিজের গাড়ি চালকের সাথে।

প্রসঙ্গত, বর্তমানে আরজিকর কান্ডে সর্বত্রই চলছে প্রতিবাদী, অনশন, আন্দোলনের মিছিল। রাত দখলের লড়াইয়ে নেমেছে একাধিক তারকা। সেই নিয়ে উঠেছে নানান মন্তব্য। এমনকি একাধিক তারকাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। আগস্ট মাসের পর থেকেই বহু অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য করেছেন কুনাল ঘোষ। যার মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

গত বুধবার নাম না নিয়েই সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখাকে আক্রমণ করলেন তৃণমূল নেতা। পোস্টে লেখেন মহানায়ক উত্তম কুমার দেওয়া-নেওয়া বা ছদ্মবেশী ছবিতে ড্রাইভারের চরিত্রে দারুন অভিনয় করেছিলেন। তাতে অনুপ্রাণিত হয়ে বিপ্লবী অভিনেত্রী নিজের গাড়ি চালকের সাথে যা সব বাধিয়েছিলেন সেই নিয়ে জল গড়িয়েছিল বহুদূর। কাগজে প্রকাশ্যে এসেছিল সেই খবর। কপালে যে কি-লেখা! যা দেখে সেই পোস্টের কমেন্ট বক্সে কেউ লেখেন ‘বিশ্রিলেখা’, আবার কেউ প্রশ্ন করেন বিষয়টা কি? আবার অন্য কেউ শেষ লাইনটা পড়তে বলে বিষয়টা বুঝিয়ে দেয়। যা থেকে স্পষ্ট বোঝা যায় কুনাল ঘোষ কাকে কটাক্ষ করে বলেছেন। কিন্তু সত্যিই কি শ্রীলেখা তার গাড়ি চালকের সাথে কিছু করেছিল?

আরো পড়ুন: ফের রোদ্দুর রায়ের কড়া মন্তব্যে আগুন জ্বলে উঠল, কি এমন বললেন তিনি!

গোপন তথ্য অনুযায়ী ২০০৪ সালে শ্রীলেখা তার গাড়ি চালকের সাথে এক বিতর্কে জড়িয়ে পড়ে। সূত্র মারফতে শোনা যায় একসময় রবিন নামে এক ব্যক্তি শ্রীলেখার গাড়ির ড্রাইভারি করতেন। কিন্তু পরে কোনো কারণবশত শ্রীলেখা রবিনকে তার ড্রাইভারির চাকরি ছাড়িয়ে দেন। আর তারপর থেকেই টলিউড সেটে শ্রীলেখার পিছনে ঢুঁ মারতে শুরু করেন রবিন। এমনকি রাত্রিবেলা ফোন করে শ্রীলেখাকে বিরক্ত করতেন বলেও জানা গিয়েছে। রবিনের পাশাপাশি তার দলবলও এই বিষয়টির সাথে জড়িত ছিল। পরবর্তীতে বিষয়টি এতদূর যায় যে শ্রীলেখা তার প্রাক্তন গাড়ি চালক রবিনের বিরুদ্ধে লেক থানায় হয়রানির অভিযোগ করেন। কিন্তু হঠাৎ করেই শ্রীলেখাকে কটাক্ষ কেন কুনাল ঘোষের?

প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই কুনাল ঘোষের একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। যেখানে লেখেন কুনাল ঘোষ কেন? তিনি কি এই পৃথিবীর উপর অতিরিক্ত বোঝা নন? যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নজরে পড়ে তৃণমূল নেতার। আর সেই পোষ্টের জবাবেই নাম না নিয়ে শ্রীলেখাকে কটাক্ষ করে গোপন রহস্য ফাঁস করেন কুনাল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *