Kunal Ghosh on Junior Doctors: একবারে ১৩ দফার অভিযোগ আনলেন ডাক্তারদের বিরুদ্ধে স্বয়ং কুনাল ঘোষ

Kunal Ghosh on Junior Doctors: অভয়ার মৃত্যুর প্রতিবাদে ডাক্তারদের চলছে দীর্ঘ অনশন। একের পর এক অভিযোগ নিয়ে প্রায় ১০ দফায় অভিযোগ করে চলছে এই অনশন। সরকার থেকে সারা মিললেও তাতে খুব একটা সুরাহা হয়নি। কিন্তু ডাক্তারদের (Kunal Ghosh on Junior Doctors) বিরুদ্ধে তৃণমূলের কুনাল ঘোষ এনেছেন ১৩ দফা অভিযোগ। তিনি তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেছেন। আজকের এই প্রতিবেদনে তার উপরে আলোকপাত করতে চলেছি।

১) ডাক্তারদের প্রধানত হাসপাতালে ডিউটি দেওয়া হয়। কিন্তু বর্তমানে ডাক্তাররা হাসপাতালে কোনো রকমের ডিউটি করে প্রাইভেট চেম্বারে অধিকাংশ সময় কাটায়। ফলে সাধারণ মানুষদের হাসপাতালে চিকিৎসায় গাফিলতি থেকে যাচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে করা চলবে না।

২) ডাক্তাররা এখন পরীক্ষা-নিরীক্ষার নামে নির্দিষ্ট ডায়গনস্টিক সেন্টার থেকে কমিশন খেয়ে থাকেন, এটা বন্ধ করা হোক।

৩) হাসপাতালে শুধু ডাক্তারদের নিজেদের সুরক্ষা, নিরাপত্তাই ভাবা হবে, তেমনটা যেমন কার্যকরী করতে হবে। অপরদিকে তাদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিতি এবং সঠিক সময়ে রোগীদের দেখাশোনাটাও সুনিশ্চিত করতে হবে।

৪) যে সমস্ত ওষুধের কোম্পানি বেশি কমিশন দেবে, শুধুমাত্র সেই কোম্পানিরই ওষুধ লেখা হবে, তেমনটি যেন না হয়। ডাক্তারকে কোম্পানি নয়, ওষুধের ওপর নজর দিতে হবে। প্রতিটি মানুষই জানো সাধ্যমত ওষুধপত্র কিনে খেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে ডাক্তারদের।

৫) ডাক্তারদের (Kunal Ghosh on Junior Doctors) বিরুদ্ধে তৃণমূলের কুনাল ঘোষ বলেন যে, আজকাল প্রাইভেট চেম্বারে ডাক্তারদের ফি ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সেদিকে ডাক্তারদের রাস টানতে হবে।

৬) ডাক্তারদেরও সমাজসেবায় অংশ নিতে হবে। শুধুমাত্র ওষুধ কোম্পানিগুলির তরফ থেকে পাওয়া ফ্রি ট্রিপে অংশগ্রহণ করলে চলবে না।

৭) ডিউটির সময় কোন লবি করা চলবে না। তবে তাকে বাইরে বা দূরে কোথাও পোস্টিং করা হবে, সর্বদা নিষ্ঠার সঙ্গে বিউটি পালন করতে হবে।

৮) লক্ষ লক্ষ টাকা দিয়ে বেসরকারী কলেজে ভর্তি করার ব্যাপারে লাগাম টানতে হবে।

আরো পড়ুন: RG KAR আন্দোলনে পর্ন চক্র নিয়ে নয়া অভিযোগ দেবাংশুর! উত্তরে ধুয়ে দিলেন সুবর্ণ গোস্বামী

৯) একই সাথে সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতালে ডিউটি করা যাবে না। যেকোনো একটি বেছে নিতে হবে।

১০) যারা সরকারি কলেজ থেকে পাশ করবে তাদের সরকারি হাসপাতালে চাকরি করতে হবে।

১১) চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারদের কোনরূপ গাফিলতি হলে তার বিরুদ্ধে অভিযোগ করতে হবে। শুধুমাত্র সাধারণ মানুষরাই কেন ভুগবে!

১২) যেরকম যেরকম শূন্য পদ হবে সেভাবেই নিয়োগ করা হবে। কোন ডাক্তার তার নিজের ক্ষমতা প্রয়োগ করে কাছের কাউকে হাসপাতালে রাখতে পারবে না।

১৩) কোটা নিয়ে নিয়োগের সময় যে সমস্যা চলছিল তা বহুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা হাতে বন্ধ করেছেন। তাই বর্তমানে কোটাতে নিয়োগ নিয়ে কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *