Aishwarya Rai Bachchan: আইনি নোটিশ গেল ঐশ্বর্যের কাছে! শেষমেষ বিচ্ছেদ বিতর্কই কি সত্যি?

Aishwarya Rai Bachchan: বলিউড জগতের বিশেষ কিছু পরিবারের মধ্যে অন্যতম পরিবার হলো বচ্চন পরিবা যে পরিবারের সকলেই চলচ্চিত্র জগতের সাথে যুক্ত। আর সেই পরিবারেরই অন্যতম জুটি হলো অভিষেক-ঐশ্বর্য। অপরদিকে বিশ্বসুন্দরী নামে পরিচিত অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। বেশ কয়েকদিন ধরেই এই জুটিকে নিয়ে চলছে জোর জল্পনা। তাঁদের সম্পর্কের ভাঙ্গন নিয়ে সমালোচনার অন্ত নেই সমাজমাধ্যমে। আর এই সমালোচনাকেই জোরালো করলো ঐশ্বর্য রাইয়ের এক উক্তি। যা শুনে নেটবাসীর প্রশ্ন তাহলে কি অভিষেক-নিমরতের সম্পর্ক সত্যি?

প্রসঙ্গত বহুদিন ধরেই সমাজমাধ্যমে আলোচনা চলছে অভিষেক-ঐশ্বর্যের সম্পর্ক ঘিরে। নেটপাড়ায় কানাঘুষোয় শোনা যাচ্ছে অভিনেত্রী নিমরত কৌরের সাথে সম্পর্ক করছেন অভিষেক বচ্চন। আর সেই কারণেই সম্পর্ক ভাঙ্গনের পথে অভিষেক-ঐশ্বর্যের। আর এই বিতর্কিত আবহেই মুখ খুলেন অভিনেত্রী ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। জানালেন তাঁর কাছে আসা আইনি নোটিসের কথা। ইতিমধ্যেই ভাইরাল অভিনেত্রীর সেই বক্তব্য।

ভিডিওতে দেখা যায় বিশ্বসুন্দরী বলছেন তাঁর কাছে একাধিক উকিলের চিঠি এসেছে। তাহলে কি তা ডিভোর্সের চিঠি? আজ্ঞে না, অভিনেত্রী ঐশ্বর্যের কাছে আশা এই চিঠির সাথে তার ব্যক্তিগত সম্পর্কের কোনো যোগসূত্র নেই। তাঁর এই নোটিসের কারণ তাঁরই একটি সাহসী ছবিকে ঘিরে।

আরো পড়ুন: বয়স প্রায় ৬০ এর দোর গোড়ায়, এই বয়সেই আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান?

অর্থাৎ নেটদুনিয়ায় ঐশ্বর্যের যে বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে তা ‘ধুম ২’ ছবিকে ঘিরে। যেহেতু এই সময় অভিনেত্রীর বিবাহ জীবন নিয়ে জল্পনা চলছে তাই নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে বিশ্বসুন্দরীর এই সাক্ষাৎকারের ভিডিও। তবে অভিনেত্রী ঐশ্বর্য ‘ধুম ২’ ছবি মুক্তির সময়ে এই কথাটি বলেন। কারণ এই ছবিতে অভিনেতা হৃত্বিক রোশনের সাথে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা যায় ঐশ্বর্যকে। হৃত্বিক রোশনের সাথে প্রথমবার চুম্বন দৃশ্যে অভিনয় করেন এই ছবিতে। যা মানতে পারেনি ঐশ্বর্যের ভক্তগণ। অনেকেই এই চুম্বন দৃশ্যের অভিনয় নিয়ে অভিনেত্রীকে অভিযোগ জানিয়েছিলেন। আর সেই প্রসঙ্গ টেনেই অভিনেত্রী আইনি নোটিসের কথা বলেন। যা বর্তমানে তুমুল ভাইরাল নেটপাড়ায়।

উল্লেখ্য বিষয় ইদানিং সমাজ মাধ্যম, বলিউড প্রতিবেদনে অভিনেত্রী নিমরত এবং অভিষেকের বিবাহ সম্পর্কিত সম্পর্ক নিয়ে জল ঘোলা হচ্ছে। চলছে নানা ধরনের বিতর্কতা। তবে এই প্রসঙ্গে অভিষেক-ঐশ্বর্য জুটি কেউই মুখ খোলেননি। বিপরীতে মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়েতে দেখা গিয়েছে অন্য চিত্র। যেখানে ভিডিওতে দেখা গিয়েছে মেয়ে আরাদ্ধাকে এবং স্ত্রী ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) নিয়ে অনন্তের বিয়েতে দারুন সময় কাটাচ্ছেন অভিষেক। সাথে ছিলেন বচ্চন পরিবারের প্রধান অমিতাভ বচ্চন এবং জয়া। ফলেই এই জুটির ব্যক্তিগত জীবনে সবকিছুই ধোঁয়াশা নেটমাধ্যমে। সত্যিই ঘটনা কিছুই প্রকাশ্যে আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *