LIC Best Scholarship: ভারতের সব থেকে বড় জীবন বীমা সংস্থা হলো ভারতের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটি একটি নতুন বৃত্তি প্রকল্প চালু করেছে যার মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পরা মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্পটিকে ২০২৪ সালের গোল্ডেন জুবিলি বৃত্তি স্কিমের আওতায় রাখা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের উচ্চশিক্ষায় সহায়তা করা হবে। যাতে যোগ্য অথচ আর্থিক অনুন্নত ছাত্র-ছাত্রীরা জীবনের বাধাগুলি কাটিয়ে উঠে সাফল্যের মুখ দেখে।
সম্প্রতি এলআইসি (LIC Best Scholarship) কতৃক প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে যে যাঁরা এই প্রকল্পের আওতায় সাহায্য নিতে পারবেন তাদের জন্যও রয়েছে যোগ্যতার মাপকাঠি। যেসব ছাত্র-ছাত্রীরা এই যোগ্যতা পূরন করতে পারবেন তারাই এই বৃত্তির সুবিধা পাবেন।
যোগ্যতার মানদণ্ড সমূহ
যেসব ছাত্র-ছাত্রীরা ২০২১-২২, ২০২২-২৩ বা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দশম শ্রেণী, ইন্টারমিডিয়েট, ডিপ্লোমা অথবা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC Best Scholarship) কতৃক এই বৃত্তির আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: পড়ুয়াদের জন্য বিশাল খবর, পোস্ট অফিস দিচ্ছে মোটা টাকা স্কলারশিপ
বৃত্তির পরিমাণ
- ডাক্তারি পড়াশুনোর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ৪০,০০০ টাকা প্রতি বছর অর্থ সাহায্য দেওয়া হবে LIC-এর (LIC Best Scheme) তরফে। মূলত তিনটি কিস্তিতে দেওয়া হবে এই বৃত্তি যথা ১২,০০০ টাকা, ১২,০০০ টাকা এবং সর্বশেষে ১৬,০০০ টাকা।
- ডিপ্লোমা এবং আইটিআই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিবছর ৩০,০০০ টাকার অর্থ সাহায্য দেওয়া হবে। এটিও ৯,০০০ টাকা, ৯,০০০ টাকা এবং ১২,০০০ টাকার তিনটি কিস্তিতে দেওয়া হবে।
- এছাড়া মাধ্যমিকের পরবর্তী পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য প্রতিবছর ১৫,০০০ টাকার অর্থ সাহায্য দেওয়ার কথা জানিয়েছে LIC (LIC Best Scholarship)। এটিও ৪,৫০০ টাকা, ৪,৫০০ টাকা এবং ৬০০০ টাকার তিনটি চুক্তিতে তুলে দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের হাতে।
এই স্কিমের অধীনে ভারতের বৃহত্তম জীবন বীমা সংস্থা (LIC Best Scholarship) যে অর্থসাহায্য ছাত্র-ছাত্রীদের জন্য ধার্য্য করেছে তা শিক্ষার পদে বড় সহায়ক হবে। এতে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগোবে ছাত্র-ছাত্রীরা।
আবেদনের সময়সীমা
গত ৮ই ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী ২২শে ডিসেম্বর পর্যন্ত।