LIC New Plan: বেশ কয়েকদিন মায়ের আগমন নিয়ে মেতে উঠেছিল সর্বত্র। ঝলমল করছিল মানুষের মনসহ প্রাকৃতিক আবহাওয়া। কিন্তু মায়ের বিদায় কালে বেজে উঠলো বিষাদের সুর। থমথমে হয়ে গেল সবকিছু। আবার সবাই ফিরে চলল যে যার কাজে। আবারও একটা বছরের অপেক্ষা নিয়ে মিষ্টিমুখ করে একে অপরকে জানানো হলো বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। এই আবহেই সাধারণের জন্য এক দারুন বার্তা বয়ে নিয়ে এলো জীবন বীমা কর্পোরেশন (LIC New Plan)। যা শুনে ভারাক্রান্ত মন হয়ে উঠবে আনন্দিত।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অর্থাৎ জীবন বীমা কর্পোরেশন এমন একটি প্রতিষ্ঠান যার ওপর দেশের বহু মানুষ নির্ভরশীল হয়ে রয়েছে। দীর্ঘ বছর ধরে একের পর এক পলিসি এনে সুনাম বজায় রেখেছে এই প্রতিষ্ঠান। তেমনি গ্রাহকদের সুবিধার্থেই পুজোর মরশুমে এক নতুন পলিসি (LIC New Plan) আনল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। তবে শুধু পলিসি নয় সেই পলিসির সাথে যুক্ত করল নতুন সুবিধা।
LIC-র এই নয়া প্ল্যানে রয়েছে নয়া সুবিধা। যেখানে এলআইসি গ্রাহককে পলিসি থেকে অর্থ তোলার জন্য আর অধিক বয়সের অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, এই নতুন পলিসিতে কম বয়সেই অর্থ তুলতে পারবেন LIC গ্রাহকরা। কিভাবে?
আরো পড়ুন: দারুন মুনাফা পেল আইপিও লগ্নিকারীরা, ৬১% এর উপরে চলছে শেয়ারের পরিমাণ
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন যে নয়া পলিসি বের করেছে সেই পলিসিতে বয়স সংক্রান্ত একটি নতুন সুবিধা যোগ করা হয়েছে। যেখানে ৫৫ বছর বয়স হলে গ্রাহক নিজের অর্থ তুলতে পারতেন সেখানে এই পলিসিতে বয়সের সংখ্যা অনেকটাই কমিয়েছে এলআইসি। অর্থাৎ এবার থেকে আর ৫৫ নয়, ৫০ বছর বয়সেই নিজের টাকা তুলে নিতে পারবেন LIC গ্রাহকরা।
তবে চিন্তার কিছু নেই LIC-র এই নয়া পলিসিতে (LIC New Plan) LIC-র পূর্বের সমস্ত সুযোগ-সুবিধায় বজায় থাকবে। তাই এই নয়া পলিসি যদি কোনো এলআইসি গ্রাহক গ্রহণ করেন তাহলে তার টাকা তোলা নিয়ে আর বয়সের জন্য অপেক্ষা করতে হবে না। তবে এই সুবিধায় সাধারণ মানুষ উপকৃত হবেন। পাশাপাশি কোম্পানির গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পাবে। এই পলিসি গ্রহণ করলে গ্রাহকরা নিজেদের ইচ্ছেমতো পলিসি ব্যবহার করতে পারবেন। তাই আর দেরি কেন এলআইসির এই নয়া প্ল্যান গ্রহণ করতে চাইলে এখনই যোগাযোগ করুন।