LIC Job Vacancy: কিছুদিন আগেই হরিয়ানা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীমা সখী যোজনার কথা ঘোষণা করেন। গত ৯ই ডিসেম্বর এই ঘোষণার পর গোটা ভারতে সাড়া ফেলে দিয়েছে। মূলত এই কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার পথে ব্রতী হতে চাইছে ভারতের কেন্দ্র সরকার। এছাড়াও গ্রামীণ অঞ্চলে LIC-এর ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রেও এই পদক্ষেপ বেশ সাহায্যকর হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
বীমা সখী প্রকল্পের মাধ্যমে এক লক্ষ গ্রামীণ মহিলাকে তালিকাভুক্ত করতে চলেছে LIC (LIC Job Vacancy)। এর জন্য এক বছরের সময়সীমা নির্ধারণ করেছে সরকার। এই প্রকল্পে অংশগ্রহণকারী মহিলারা প্রত্যেকে তিন বছরের এই সময়কালে সর্বমোট ২ লক্ষ টাকার অর্থসাহায্য পাবেন। মোট তিন বছরের এই সময়কালে ট্রেনিং নেওয়া মহিলারা প্রথম বছরে মাসিক ৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে মাসে ৬ হাজার টাকা এবং তৃতীয় বছরে মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
জানা যাচ্ছে যেসব মহিলারা যেকোনো সরকারি ভাবে রেজিস্টার্ড বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একমাত্র তারাই বীমা সখী প্রকল্পের আওতায় LIC সংস্থায় কাজের সুযোগ (LIC Job Vacancy) পাবেন। বেছে নেওয়া মহিলারা বীমা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করবে। বিনা খরচায় মহিলাদের এই কাজের প্রশিক্ষণ দেবে সংস্থাটি। শুধু মাত্র ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। ট্রেনিংয়ের পর যেসব মহিলাদের স্নাতক ডিগ্রি থাকবে সেই সব মহিলারা LIC সংস্থায় ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করার যোগ্য হবেন। আর এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
আরো পড়ুন: ছুটির মরশুমে দারুন চমক দিলো IRCTC, মাত্র ১৭০০ টাকায় ঘোরা যাবে বৈষ্ণদেবী মন্দির
দেশের বৃহত্তম এই বীমা সংস্থাটি জানিয়েছে এই প্রকল্পের আওতায় যুক্ত মহিলারা নিজেদের সময় মতো বীমা বিক্রি করতে পারবেন। এর জন্য মহিলাদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাধা হবেনা। তাঁরা নিজেদের দায়িত্ব সামলে তবেই এই কাজ যাতে করতে পারেন তেমনই সুযোগ করে দিচ্ছে LIC (LIC Job Vacancy)।
LIC-এর এই পদে আবেদনের যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
- এর জন্য প্রতিটি মহিলাকে দশম শ্রেণী উত্তীর্ণ সার্টিফিকেট দেখাতে হবে।
- এই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য মহিলাদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বাধিক ৭০ বছরের মধ্যে হতে হবে।
- তিন বছর ট্রেনিং সম্পন্ন করার পরই মহিলারা LIC বীমা এজেন্ট হিসেবে কাজের সুযোগ (LIC Job Vacancy) পাবেন। তবে সংস্থার কর্মচারী হিসেবে বিবেচিত হবেন না। ফলে অন্যান্য কর্মীদের মতো কোনো সুযোগ সুবিধা তারা পাবেন না।