LIC Scholarship: মাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর, ১৫ হাজার টাকা স্কলারশিপ দেবে LIC

LIC Scholarship: গোটা দেশ ও রাজ্যের দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে একাধিক স্কলারশিপ রয়েছে। সরকারি স্কলারশিপের পাশাপাশি বেসরকারি কিছু বড় বড় সংস্থাও অনেক স্কলারশিপ দিয়ে থাকে। চলতি বছর থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে LIC (LIC Scholarship)।

স্কলারশিপের নাম:

LIC Golden Jubilee Scholarship বা LIC গোল্ডেন জুবিলি স্কলারশিপ (LIC Scholarship)

যোগ্যতা:

  1. যেসব ছাত্র-ছাত্রীরা সম্প্রতি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করেছেন একমাত্র তারাই এই LIC স্কলারশিপে (LIC Scholarship) আবেদন করতে পারবেন। অন্যান্য উচ্চ ডিগ্রিধারীরা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
  2. পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নাম্বার পেতে হবে।
  3. আবেদনকারীকে বর্তমান সরকারের স্বীকৃত যেকোনো একটি কোর্সে ভর্তি হতে হবে।
  4. আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।

স্কলারশিপের পরিমাণ:

LIC প্রদত্ত এই স্কলারশিপে (LIC Scholarship) ১৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা দেওয়া হবে। যদি আবেদনকারী মাধ্যমিক পাশ করে বর্তমানে উচ্চমাধ্যমিকের জন্য পড়েন তবে বছরে ১৫০০০ টাকা পাওয়া যাবে। ভোকেশনাল বা ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও একই পরিমাণ স্কলারশিপ দেওয়া হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বার্ষিক ২০০০০ টাকা পাওয়া যাবে। MBBS পাঠরত আবেদনকারীদের জন্য বার্ষিক ৪০০০০ টাকার স্কলারশিপ পাওয়া যাবে। আর B.Tech করলে বার্ষিক ৩০০০০ টাকা পাওয়া যাবে।

আরো পড়ুন: নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ডিপ্লোমা সুযোগ, শুরু হয়েছে আবেদন

আবেদন পদ্ধতি:

LIC স্কলারশিপে (LIC Scholarship) আবেদনের জন্য এর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে এপ্লাই নাউ লিংকে ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সেখানে ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর ফর্ম পূরন করে সাবমিট করতে হবে। এরপর রেজিস্টার্ড ইমেল আইডিতে ওই আবেদনকারীর এনরোলমেন্ট নম্বর দেওয়া থাকবে।

প্রয়োজনীয় নথি:

  1. পারিবারিক আয়ের প্রমাণ
  2. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  3. ব্যাংকের তথ্য
  4. শেষ পরীক্ষার রেজাল্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *