সম্প্রতি পথ দুর্ঘটনার একাধিক খবর বারবার সামনে উঠে এসেছে। কলকাতা হোক বা শহরতলী সব জায়গা থেকেই বারবার উঠে আসছে দুর্ঘটনার খবর। বিশেষ করে গাড়ির রেষারেষি থেকে দুর্ঘটনার ঘটনা আরও বেশি সামনে আসছে। এই সমস্যা দমনে এক বিরাট পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এই ঘোষণা করেন রাজ্যবাসীর জন্য।
বিশেষ করে বাসের রেষারেষির ঘটনা নিয়ে বহুবার সতর্ক করেছে রাজ্য সরকার। তবুও কাজ আসান হয়নি। এরপরেও প্রায়ই অভিযোগ ওঠে যে কাছাকাছি দুটি বাস এলেই গতি বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই বেপরোয়া গতির বলি হচ্ছে বারবার সাধারণ মানুষ। এবার এই দুর্ঘটনা দমনে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তৈরি হয়েছে একটি নতুন অ্যাপ যেখানে গতি বাড়ালেই ধরা পড়বে। রাজ্যের পরিবহণ মন্ত্রী এদিন এমনটাই ঘোষণা করেন। তিনি আরও জানান এর জন্য লাইসেন্স বাতিল হবে। শুক্রবার হুগলির জগ্নিপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্বোধনী কর্ম সভায় এই ঘোষণা করেন স্নেহাশীষ চক্রবর্তী। এবার রেষারেষি কমাতে এই পদক্ষেপ নিল রাজ্য। নতুন এই অ্যাপের মাধ্যমে রাজ্যের বাস চালকদের উপর নজরদারি চালাবে সরকার।
তিনি বলেন এবার বাসের রেষারেষি বন্ধ করে দেওয়া হবে। রাজ্যের আইটি বিভাগের তরফে একটি অ্যাপ বানানো হয়েছে। জানা যাচ্ছে বাস চালকদের সেই অ্যাপ দেওয়া হবে। সকাল থেকে তাদের ট্র্যাক করতে থাকবে কলকাতা পুলিশ। কোন চালক কত গতিতে গাড়ি চালাচ্ছেন, গতি সীমা ছাড়াচ্ছে কিনা সবটাই জানা যাবে ওই অ্যাপের মাধ্যমে। এরকম কোনো সমস্যা দেখা গেলে লাইসেন্স বাতিল হবে।
আরও পড়ুন: পাবলিক বাস সংক্রান্ত সমস্যার অবসান, চুক্তির ভিত্তিতেই নিয়োগ হবে ৮৭৫ জন ড্রাইভার
এছাড়াও পরিবহণ মন্ত্রী জানান অ্যাপের মাধ্যমেই শুধুমাত্র নজর রাখা হবে এমনটাই নয় বরং থাকছে চালকদের শাস্তির ব্যাবস্থাও। এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী জানান এবার থেকে বেপরোয়া গতিতে বাস চালানোর জন্য চালককে প্রথমে শো কজ করা হবে। এরপর তাঁর প্রদত্ত যুক্তির ভিত্তিতে লাইসেন্স বাতিল করা হতে পারে ওই ব্যক্তির। যার ফলে তিনি আর গাড়ি চালানোর জন্য উপযুক্ত গন্য হবেন না।
এছাড়াও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য প্রাণহানি হলে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী মনে করছেন এই নতুন অ্যাপ এলে এবং এই নতুন সিস্টেমে সব কিছু সাজানো হলে যাত্রীদের পথ নিরাপত্তা আরও শক্তিশালী হবে। রাজ্যের এই উদ্যোগে পাকাপাকি ভাবে লাইসেন্স বাতিল হওয়ার ভয়ে অতিরিক্ত গতিজনিত দুর্ঘটনার নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছেন স্নেহাশীষ চক্রবর্তী সহ রাজ্যের অন্যান্য ভারপ্রাপ্ত আধিকারিকরা।