Gaur Gopal Das: ব্যর্থতার কালও ছায়ার অমাবস্যা গ্রাস করেছে জীবনকে। নতুন কাজের ইচ্ছেশক্তি নেই! হাজার চেষ্টাতেও সফলতা মিলছেনা! রোজকার জীবনের অত্যধিক কাজের চাপে ডিপ্রেশন, একাকীত্ব গ্রাস করে বর্তমানে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনকেই। এই পরিস্থিতিতে হতাশার কাছে হেরে না গিয়ে গৌর গোপাল দাস মহাশয়ের শরণাপন্ন হতে পারেন। যেটা বর্তমান সামাজিক মাধ্যমের দৌলতে বহুল বিখ্যাত একটি নাম।
১৯৭৩ সালের ২৪শে ডিসেম্বর মহারাষ্ট্রের ভাম্বোরি নামের এক স্থানে জন্মগ্রহন করেন গৌর গোপাল দাস (Gaur Gopal Das)! এরপর শিক্ষা লাভের শেষে সম্মানের সাথে কাজ করতেন HP নামের বিখ্যাতিয়েক সংস্থায়। তবে যেই চাকরির সুযোগ পেতে সমাজের অন্যসব মানুষেরা রোজ স্বপ্ন দেখেন সেই চাকরি ছেড়ে সন্ন্যাস জীবন বেছে নেন এই ব্যক্তি। সমাজ মাধ্যমের অন্যতম বিখ্যাত ইনফ্লুয়েন্সার হিসেবে বিশ্বখ্যাতি অর্জন করেছেন তিনি। শুনলে বোঝা যায় যে তাঁর এই জীবন কাহিনী সহজেই হার মানাবে সিনেমা বা সিরিয়ালের গল্পকে। বর্তমানে তাঁর নাম ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশের মাটিতেও।
তাঁর সাক্ষাতে আসেন বলিউড ও টলিউডের একাধিক হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রীরা। তবে কেনো তিনি এই বিশাল সুযোগ ছেড়ে লক্ষ টাকার চাকরি ছেড়ে সন্ন্যাসীর জীবন বেছে নিয়েছেন তার বিষয়েই হতে চলেছে আজকের প্রতিবেদন। শোনা যায় ছোট থেকে আর পাঁচটা সাধারণ বাচ্চার চেয়ে স্বভাবে বেশ আলাদা ছিলেন এই গৌর গোপাল দাস (Gaur Gopal Das)! তিনি নিজেই জানান তাঁর বয়সী বাচ্চারা যখন জমিয়ে খেলাধুলো করত তখন তিনি খোলা আকাশের নিচে বসে গাছ পাথর ভাবতেন। তাঁর ভাবনায় আসতো কেনো এই পৃথিবীতে মানুষের আগমন, মানুষের জীবনের লক্ষ কি, শুধু অর্থ উপার্জন করাই কি মানুষ জীবনের লক্ষ্য এমন হাজারো প্রশ্নের কথা।
আরো পড়ুন: যুবক যুবতীদের নিজের ব্যবসা শুরু করতে এক লক্ষ টাকার অর্থ সাহায্য দেবে রাজ্য সরকার
তবে ছোট থেকেই পড়াশুনোর প্রতি ছিল অমোঘ টান। পুনের একটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে পান মোটা টাকা বেতনের চাকরি। যা আর পাঁচটা সাধারণ মানুষের কাছে স্বপ্নের জীবনের ন্যায় কম নয়। তবে চাকুরী জীবনে খাপ খাইয়ে নিতে পারছিলেন না গৌর গোপাল (Gaur Gopal Das)। তাঁর লক্ষ্য ছিল অন্য। সেই ভাবনা থেকেই যুক্ত হন ইসকনের (ISKON) সাথে! এরপর চাকরি থেকে ইস্তফা দিয়ে নতুন জীবন শুরু করেন। প্রাচীন ভারত ও ধর্ম নিয়ে পড়াশুনো শুরু করেন। তাঁর মধ্যে রয়েছে কঠিন জিনিসকে সহজ করে বলে বোঝানোর অসীম ক্ষমতা।
যেকোনো বয়সের মানুষের যেকোনো সমস্যায় গৌর গোপালের (Gaur Gopal Das) বক্তৃতা জায়গা করে নিতে পারে মানুষের মনে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন এই জ্ঞানী ব্যক্তির সহচর্যে। মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন এই সন্ন্যাসীর কথা। যা মানুষকে আত্মবিশ্বাসী হতে, এবং লক্ষ্য স্থির রাখতে বিশেষ ভাবে সাহায্য করে।