Lionel Messi India Tour: আবারও ভারত সফরে আসছেন মেসি, খেলবেন ভারতের মাটিতেই

Lionel Messi India Tour: ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর। বিশ্বকাপ জয়ের পর প্রথম বারের জন্য ভারতের মাটিতে পা রাখতে চলেছেন আর্জেন্টিনার স্টার লিওনেল মেসি। একই সাথে ভারতে আসছেন গোটা আর্জেন্টিনা দলটি। যদিও এর আগেও একবার কলকাতায় এসেছিলেন তিনি। অনেকদিন ধরেই জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনাতেই এদিন সিলমোহর পড়ল। কেরালার ক্রীড়া মন্ত্রী ভি. আব্দুররাহিমান এর আগেও আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের সাথে কথা বলে মেসিদের ভারতে আসার বিষয়টা নিশ্চিত করার কথা জানান। এবার সেটাই সত্যি হলো।

আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ৮দিনের জন্য ভারতে আসতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi India Tour) সহ আর্জেন্টিনা দল। চলতি বছরের ২৫শে অক্টোবর দেশের মাটিতে পদার্পণ করবেন তাঁরা। খবর রয়েছে ওই সময়ের মধ্যে ভারতের মাটিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দল। তবে বিপক্ষীয় দল কোনটি হবে তা এখনও স্থির করা হয়নি।

এদিন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান একটি বিবৃতি দিয়ে জানান চলতি বছরের ২৫শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত কেরালাতে থাকবেন মেসি (Lionel Messi India Tour) ও আর্জেন্টিনার দল। প্রীতি ম্যাচে অংশগ্রহণ ছাড়াও ফুটবল প্রেমীদের জন্য একটি অনুষ্ঠানেও অংশ নেবেন ২০ মিনিটের জন্য।

আরও পড়ুন: সব জল্পনা শেষ, চুপিসারে বিয়ের পিঁড়িতে গোল্ডেন বয় নীরজ চোপড়া

এর আগে ২০১১ সালে প্রথমবারের জন্য ভারতে আসেন মেসি (Lionel Messi India Tour)। সেবার কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনার দল। প্রায় ৭০ হাজার দর্শকের সামনে খেলেছিলেন মেসি, ডি মারিয়া, হিগুয়েনের মতো তারকারা। শেষ মুহুর্তে নিকোলাস ওমেন্ডির গোল জয় এনে দেয়। সেই স্মরণীয় স্মৃতি আবারও ফিরতে চলেছে ভারতীয় ফুটবল প্রেমীদের জীবনে।

তবে এবারের ভারত ভ্রমনে লিওনেল মেসি (Lionel Messi India Tour) এলেও বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার দলের অন্য কোনো সদস্য আসবেন কিনা সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ফিফার ক্রীড়া সূচি অনুযায়ী ওই সময় আন্তর্জাতিক বিরতি না থাকায় প্রীতি ম্যাচ খেলতে ইউরোপের বড় বড় দলগুলি নিজেদের তারকা প্লেয়ারদের ছাড়বেন না বলেই মনে করা হচ্ছে। তবে এতেও উৎসাহ কম নেই ভারতীয় ফুটবল ফ্যানদের। আন্দাজ করা যাচ্ছে মেসিকে দেখতে দুর দূরান্ত থেকে ভিড় জমাবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *