Best Cars Under 5L: ভারতের বাজারে ছোট পরিবারের জন্য, পাঁচ লাখের সেরা গাড়িগুলি

Best Cars Under 5L: জিনিসপত্রের মূল্যের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে। দৈনন্দিন খরচ মেটাতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে গাড়ি কেনার সাধ থাকলেও স্বাধ্যে সাহস কুলোয়না। তবে হয়তো অনেকেই জানেনা যে এখনও ভারতীয় গাড়ির বাজারে কিছু গাড়ি রয়েছে যা মাত্র পাঁচ লক্ষ টাকার কম দামে পেতে পারেন গ্রাহকরা।

ছোট পরিবার, বেশি দাম দিয়ে গাড়ি কিনতে সক্ষম না হলে জেনে নিন ৫ লক্ষ টাকার (Best Cars Under 5L) বাজেটের সেরা কিছু গাড়ির খোঁজ:

Maruti Suzuki Alto k10: মারুতি অল্টো এখন আপগ্রেডের মাধ্যমে অল্টো কে টেন হয়েছে। দেশের বহুল বিক্রিত গাড়িগুলির মধ্যে অন্যতম একটি হলো এই মারুতি অল্ট কে টেন। যা এখন পাওয়া যাচ্ছে পাঁচ লাখ টাকারও (Best Cars Under 5L) কম দামে। গাড়িটি এর এক্স-শোরুমে ৩ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। এতে একটি 989 cc 3 সিলিন্ডার সাপোর্ট ইঞ্জিন রয়েছে যেটি 65.71hp শক্তি এবং 89 Nm উৎপন্ন করতে সক্ষম ।

Maruti Suzuki S-Presso: এই গাড়িটি বর্তমান বাজারে ৪ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে একটি 998 cc 3 সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি 82.1Nm টর্ক এবং 55.92 bhp শক্তি উৎপাদনে সক্ষম।

Renault kwid: দুর্দান্ত ডিজাইন সহ স্বল্প মূল্যের বিনিময়ে পাওয়া যাচ্ছে এই গাড়িটি। এর মূল্য যাচ্ছে ৪ লক্ষ ৬৯ হাজার। গাড়িটিতে রয়েছে একটি 1.0 লিটার 3 সিলিন্ডার ইঞ্জিন যা 91Nm টর্ক এবং 67.06bhp শক্তি উৎপাদনে সক্ষম।

আরো পড়ুন: নতুন গাড়ি কিনবেন, নিশান ম্যাগনাইট নিয়ে এসেছে দুর্দান্ত অফার

Maruti Suzuki Celerio: মারুতি সেলেরোর এই গাড়িটি শোরুম থেকে ৫ লক্ষ ৩৭ হাজার টাকায় পেয়ে যাবেন। তবে দীপাবলির অফার হিসেবে এটি পাওয়া যাচ্ছে ৪লাখ ৯৯ হাজার টাকায়। যা ৫ লাখ (Best Cars Under 5L) টাকার কম। এতেও রয়েছে 998 cc সিলিন্ডার ইঞ্জিন যেটি 65.71 bhp শক্তি যোগায় এবং 89Nm টর্ক উৎপন্ন হয়।

MG comet EV: বৈদ্যুতিন গাড়ির জগতের সুপার স্টার এই এমজি কমেট ইভি গাড়িতেও রয়েছে বিশেষ অফার। এই বিশেষ অফারে গাড়িটি পাওয়া যাবে মাত্র ৪.৯৯ লাখ টাকায়। তবে এতে ব্যাটারির খরচ এই মূল্যের সাথে যোগ করা হয়নি। এতে রয়েছে 17.3 kWh ব্যাটারি যা সিঙ্গেল চার্জে 230 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *