Richest Chief Minister: প্রকাশিত হলো দেশের মুখ্যমন্ত্রীদের মূলধনের পরিমাণ, মমতা বন্দ্যোপাধ্যায় কত তম

Richest Chief Minister: আজ বছরের শেষ দিন, রাত পোহালেই নতুন একটা বছর। নতুন বছর শুরুর আগেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের (ADR) তরফে প্রকাশিত একটি তথ্য দেখলে চক্ষু ছানাবড়া হতে পারে যেকোনো মানুষের। রিপোর্টে দেখা যাচ্ছে দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে। অর্থাৎ দেশের সবচেয়ে বেশি ধনী এবং গরীব মুখ্যমন্ত্রীর তালিকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের মাথাপিছু আয়ের গড় ছিল ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেই তুলনায় দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে গড় আয়ের পরিমাণ ছিল ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা।

তবে ADR দ্বারা প্রকাশিত রিপোর্ট থেকে দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর আয়ের হিসেব পাওয়া গেছে। সেই তালিকায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অবস্থান কোথায় জানেন? জানলে চমকে যাবেন। রিপোর্ট অনুযায়ী ধনীতম মুখ্যমন্ত্রী (Richest Chief Minister) হওয়া তো দুর মমতা বন্দোপাধ্যায় হলেন দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী। তালিকার নিচের দিকে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম। সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা।

ধনীতমো মুখ্যমন্ত্রীদের (Richest Chief Minister) প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। রিপোর্ট অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩১ কোটি টাকা। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। সিদ্দারামাইয়া হলেন তৃতীয় ধনী মুখ্যমন্ত্রী। এরপর রয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকা। তবে মুখ্যমন্ত্রী খান্ডু, সিদ্দারামাইয়া এবং চন্দ্রবাবুর ক্ষেত্রে যথাক্রমে ১৮০ কোটি, ২৩ কোটি এবং ১০ কোটি টাকার দায়ভার রয়েছে।

আরো পড়ুন: কর্মী সংকোচন করার পথে হাঁটছে BSNL, স্বেচ্ছাবসর হাজার হাজার কর্মীর

অন্যদিকে মমতার পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। এর পরেই রয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৮ লক্ষ টাকা।

ADR এই বিশেষ তালিকা প্রকাশের পর হুলস্থূল পড়েছে দেশ জুড়ে। জানা যাচ্ছে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রতিটি রাজ্যের বিধানসভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ধনীতম মুখ্যমন্ত্রীদের (Richest Chief Minister) তালিকা প্রস্তুত করা হয়েছে। জানা যাচ্ছে রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের সম্পত্তির গড় পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। দেশের অন্যসব মুখ্যমন্ত্রী যারা ধনিতম মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম দিকে রয়েছেন তাঁরা হলেন নাগাল্যান্ডের নেইফু রিও সম্পত্তি ৪৬ কোটি, মধ্যপ্রদেশের মোহন যাদব সম্পত্তি ৪২ কোটি, পুদুচেরির এন রঙ্গস্বামী সম্পত্তি ৩৮ কোটি, তেলেঙ্গানার রেভন্থ রেড্ডি সম্পত্তি ৩০ কোটি। দেশের মোট মুখ্যমন্ত্রীদের ২৯ জনই কোটিপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *