LPG Cylinder: ১লা জানুয়ারি থেকেই বদলে যেতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম, পকেটে আসতে চলেছে চাপ

LPG Cylinder: দেখতে দেখতে কেটেছে এক বছর। শেষ হতে চলল আরও একটা বছর। মাঝের কয়েকটা দিন গেলেই শুরু নতুন বছর। ফলে সকলের মনেই অনেক আশা-প্রত্যাশা রয়েছে নতুন বছর নিয়ে। তেমনই মূল্যবৃদ্ধির জন্য রয়েছে দুশ্চিন্তাও। এদিকে এলপিজি গ্যাসের ক্ষেত্রে প্রতি মাসের শুরুতেই একাধিক নিয়মের পরিবর্তন আনা হয়। এরপর ২০২৫ সালের জানুয়ারি মাসে স্বাভাবিক ভাবেই এর মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এবার যে সেই প্রভাব এসে পড়বে সাধারণ মানুষের পকেটে সে কথা বলার অপেক্ষা রাখেনা।

প্রতি মাসের শুরুতেই মূল্য নির্ধারণ হয় এলপিজি সিলিন্ডারের। এই সময় ওয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দাম ঠিক করে যার ফলে প্রায়শই পরিবর্তন হয় এলপিজি সিলিন্ডারের দামের (LPG Cylinder)। বিগত কয়েক মাস ধরে ক্রমাগত বাড়তে দেখা গিয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। যদিও ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি।

ফলে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম নিয়ে দুশ্চিন্তার সাথে আরও চিন্তা বাড়াচ্ছে টেলিকম সংস্থাগুলোর নতুন নিয়ম। জানা যাচ্ছে ২০২৫ সালের প্রথম দিন থেকেই টেলিকম সংস্থাগুলির উপর লাগু হচ্ছে নতুন নিয়ম। যার অধীনে সংস্থাগুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপন করার দিকে আরও নজর দিতে বলা হচ্ছে। এতে সংস্থাগুলিকে তাদের পরিষেবা আরও উন্নত করতে সাহায্য করবে। এর ফলে টাওয়ার বসানোর প্রক্রিয়া আরও কম ঝামেলার হতে চলেছে।

আরো পড়ুন: শিলিগুড়ি থেকে সিকিম যাওয়া আরও সহজ, নির্মাণ হচ্ছে নতুন রাস্তা

শুধুমাত্র এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম আর টেলিকম সংস্থার নিয়ম পরিবর্তন নয় নতুন বছরে বদলে যাচ্ছে আরও বেশ কিছু নিয়ম। জানা যাচ্ছে অ্যামাজন প্রাইমও তাদের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে। এবার থেকে আমাজন প্রাইম ভিডিওর একটি একাউন্ট থেকে মাত্র দুটি টিভিতেই স্ট্রিম করা যাবে। এর চেয়ে বেশি ডিভাইসে যদি কোনো গ্রাহক স্ট্রিমিং করতে চান তবে এর জন্য তাকে অতিরিক্ত সাবস্ক্রিপশন নিতে হবে। এতদিন এক্ষেত্রে সর্বমোট ৫টি ডিভাইসে স্ট্রিমিং একসেস পাওয়া যেতো।

এছাড়াও GST পোর্টালেও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। তিনটি বিষয়ে গুরুত্বপুর্ণ পরিবর্তন আনতে চলছে ভারত সরকার। এক্ষেত্রে ই-ওয়ে বিলের সময়সীমা এবং বৈধতার নিয়মের ক্ষেত্রেও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে নতুন বছরে একাধিক দিক দিয়ে মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *