Site icon লোকাল সংবাদ

ফিডের প্রতিযোগিতা না খেলাবেন না ম্যাগনাস কার্লসেন, কেন এই সিদ্ধান্ত

ম্যাগনাস কার্লসেন

প্রতিনিধত্বমুলক

২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিডের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছিলেন ম্যাগনাস কার্লসেন। এর আগে ফিডের সাথে গন্ডগোলে জড়িয়েছিলেন তিনি। তাই এবার ফিডের প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত নিলেন কার্লসেন। ২০১৩ সালের পর এই প্রথম বার কার্লসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেননা। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর থেকেই কার্লসেনের ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যাম শুরু হচ্ছে।

ম্যাগনাস কার্লসেন ফ্রিস্টাইলের অন্যতম প্রতিষ্ঠাতা। ফিডে ও ফ্রিস্টাইল দুটি আলাদা সংস্থা। এই দুই সংস্থার মধ্যে কিছু গন্ডগোল আছে। কিছুদিন আগে ফিডের প্রধান আর্কাডি ভোরকোভিচের ব্যক্তিগত কথাবার্তা ফাঁস করেছিলেন কার্লসেন। এমনকি ফিডের প্রধানের পদত্যাগের দাবিও তোলেন তিনি। মূলতঃ প্রতিযোগিতার নাম নিয়েই এই গন্ডগোলের সূত্রপাত হয়। এই দুটি সংস্থায়ই বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করছে।

ফিডের দাবি, ম্যাগনাস কার্লসেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই নামে একটি প্রতিযোগিতা শুরু করতে চাইছেন। কার্লসেনের সঙ্গে ইয়ান হেনরিক বুয়েটনার দাবার নতুন একটি প্রতিযোগিতা তৈরি করেন। রবিবার থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। ফিডের দাবি,  শুধুমাত্র তারাই কোনো প্রতিযোগিতার নাম বিশ্ব চ্যাম্পিয়নশিপ রাখতে পারবেন। আবার অপরদিকে কার্লসেনের দাবি, ফিডে খেলা শুরুর আগে দাবারুদের একটি চুক্তিতে সই করাচ্ছে, যাতে তারা অন্য কোন প্রতিযোগিতায় অংশ নিতে না পারে। 

আরও পড়ুন: সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আসর, তার আগে অবসর নিলেন যেসব ক্রিকেটাররা

ম্যাগনাস কার্লসেন বলেন, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর তার বাবাকে ফিডে-র তরফে আশ্বস্ত করা হয়েছিল যে, ফিডে এবং ফ্রিস্টাইলের মধ্যে যা-ই হয়ে যাক, তাতে দাবাড়ুদের কোনও সমস্যা হবে না। এক্ষেত্রে ফিডে তার কথা রাখেনি। সুতরাং ফিডের প্রধানের অবশ্যই পদত্যাগ করা উচিত। ম্যাগনাস কার্লসেন আরও জানিয়েছেন, আপাতত কাতারে আয়োজিত বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপে খেলবেন না। বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন বলেছেন, তিনি এবার থেকে ফ্রিস্টাইল গ্র্যান্ড স্ল্যামে পুরো মনোননিবেশ করবেন। তাই আর ফিডের বিশ্ব চ্যাম্পিয়নশিপ তার পক্ষে খেলা সম্ভব নয়।

আবার অপরদিকে ফিডেও দাবি তুলেছেন যে, ম্যাগনাস কার্লসেন নতুন করে খেলার আয়োজন করছে সেখানে কোনো স্বচ্ছতা মেনে আয়োজন করা হচ্ছে না। শুধুমাত্র কিছু বাছাই করা খেলোয়াড়কেই সেখানে সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই এই প্রতিযোগিতার নাম বিশ্ব চ্যাম্পিয়নশিপ দেওয়া অনর্থক। ম্যাগনাস কার্লসেনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, তার সাথে ফিডের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিশেষতঃ এখন যে কর্মকর্তারা ফিডের দায়িত্বে রয়েছেন তাদের সাথে। তাই এক্ষেত্রে খেলার কোনো প্রশ্নই উঠছে না।

Exit mobile version