Mahvash-Chahal: প্রেমিকই হবে স্বামী-বন্ধু সব, চাহালের সাথে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন মাহভাশ

Mahvash-Chahal: রুপোলী পর্দার জগতের তারকাদের নিয়ে জনমহলে আলোচনা বর্তমানে নতুন কিছু নয়। যুগ যুগ ধরে জনমহলে প্রিয় তারকাদের নিয়ে নানান আলোচনা চলে আসছে। কখনো ব্যক্তিগত জীবন তো কখনো রুপোলি পর্দার জীবন নিয়ে আলোচনা করছেন তাদের অনুরাগীরা। তবে বর্তমানে সমাজ মাধ্যমে আলোচনার শিরোনামে রয়েছেন মাহভাশ এবং চাহাল। গুঞ্জন উঠেছে ধনশ্রীর অধ্যায়ে ইতি টেনে মাহভাশের সাথে ঘনিষ্ঠ হচ্ছেন চাহাল। সত্যিই কি তাই? স্বীকারোক্তির মাধ্যমে সেই জল্পনায় ইতি টানলো মাহভাশ। কি বললেন তিনি?

আর.জে মাহভাশ

ডিজিটাল দুনিয়ার একজন নামিদামি তারকা হলেন আর.জে মাহভাশ। বড় মাপের ইউটিউবার তিনি। মূলত প্রাঙ্ক ভিডিওর জন্যই তিনি জনমহলে পরিচিত। শুধু তাই না, এর পাশাপাশি তিনি রেডিও জোকার, ফিল্ম প্রডিউসার হিসেবেও বেশ পরিচিত। ফলেই সমাজ মাধ্যমে বেশ চর্চা চলে মাহভাশকে নিয়ে। তেমনি বর্তমানে চাহালের সাথে প্রেম জল্পনার গুঞ্জন উঠেছে মাহভাশকে নিয়ে। আর সেই আলোচনারই পরিষ্কার জবাব দিলেন মহাভাশ।

যুজবেন্দ্র চাহাল

অনলাইন দুনিয়ায় মাহভাশ যেমন জনপ্রিয় তেমনি খেলার জগতে বিখ্যাত এক নাম হলো যুজবেন্দ্র চাহাল। ভারতীয় ক্রিকেটার তথা সাবেক দাবাড়ু হিসেবে জনপ্রিয় চাহাল। একদিনের আন্তর্জাতিক এবং টোয়েন্টি-টোয়েন্টি আন্তর্জাতিকের খেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন চাহাল। তবে ইদানিং খেলার চর্চা ছেড়ে চাহালের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়। ধনশ্রীকে ছেড়ে মাহভাশের সাথে চাহালকে নিয়ে জল্পনা সমাজ মাধ্যমে। সত্যিই কি ভালোবাসা জমেছে মাহভাশ-চাহালের (Mahvash-Chahal)?

ধনশ্রীর সাথে চাহালের বিচ্ছেদ

প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন ক্রিকেটার চাহাল। বেশ কয়েক বছর সুখী জীবন যাপন করেন তারা। তবে বর্তমানে বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে ধনশ্রী ও চাহালের সম্পর্কে। আর এই বিচ্ছেদের খবর প্রকাশে আসতেই গুঞ্জন উঠেছে মাহভাশের সাথে চাহালের (Mahvash-Chahal) সম্পর্ক নিয়ে।

আরও পড়ুন: বাবা হলেন ক্রিকেটার কিন্তু ক্রিকেট লিগে দল কিনে ফেললেন কন্যা

মাহভাশের সাথে চাহালের (Mahvash-Chahal) ঘনিষ্ঠতা

আর.জে মাহভাশের সাথে একের পর এক ডেটিংয়ে দেখা যায় চাহালকে। কখনো খেলার মাঠে তো কখনো ডিনার টেবিলে বা অন্যান্য জায়গায় জুটি বেঁধে বহুবার দেখা যাওয়ায় গুঞ্জন ওঠে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছে মাহভাশ-চাহাল। এমনকি এও শোনা যায় যে মাহভাশ আসার কারণে বিচ্ছেদ ধনশ্রী-চাহালের। তবে পরবর্তীকালে খবর ওঠে গত দু’বছর ধরেই আলাদা রয়েছেন চাহাল-ধনশ্রী। গত মার্চে বিচ্ছেদ হয়েছে ধনশ্রী-চাহালের। তবে সেই আলোচনায় ইতি ঘটলেও মাহভাশেরর সাথে চাহালের প্রেম পর্ব জমে ওঠার আলোচনার ইতি ঘটেনি। বলা যায় সমাজ মাধ্যমে শিরোনামে রয়েছে এই জুটির আলোচনা। তবে সেইসব আলোচনাতে ইতি টানতে সরাসরি জবাব দিলেন মাহভাশ।

সম্পর্কের গুঞ্জনে স্পষ্ট জবাব মাহভাশ-এর

মাহভাশ-চাহালের (Mahvash-Chahal) সম্পর্কের গুঞ্জনে স্পষ্ট জবাবে ইউটিউবার জানান, তিনি পুরোপুরি সিঙ্গেল। তবে তার জীবনে যদি একজন আসে, সেই একজনই হবে তার দুনিয়া। প্রেমিক, বেস্ট ফ্রেন্ড, স্বামী সব হবে সেই একজন মানুষ। তার দুনিয়া জুড়ে শুধু সেই মানুষটাই থাকবে। অন্য কোনো পুরুষের সাথে তার কথা বলার প্রয়োজন হবে না। মাহভাশের এই স্বীকারোক্তিতে স্পষ্ট হয়ে যায় যুজবেন্দ্র চাহাল ও মাহভাশের সম্পর্ক শুধু বন্ধুত্বের। প্রেম-ঘনিষ্ঠতার কোনো অনুভূতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *