Makaut: আবারো কাজের সুযোগ! নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো ম্যাকাউট

Makaut: আবারো কাজের সুযোগ! নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলো ম্যাকাউট। আপনিও কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুযোগ। নিয়োগ করা হতে চলেছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। সম্প্রতি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ম্যাকাউট কর্তৃপক্ষ। কোন পদ্ধতিতে, কোন পদের জন্য নিয়োগ করা হবে? সবকিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

পদ: ম্যাকাউটের (Makaut) ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। সিনিয়র ফেলোশিপ পদে নিয়োগ করতে চলেছে এই প্রতিষ্ঠান।

কাজের ধরণ: ম্যাকাউটের (Makaut) পক্ষ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কাজ হবে রাজ্য সরকারের সায়েন্স এন্ড টেকনোলজির অর্থানুকূল্যে চালিত প্রকল্পে।

যোগ্যতা: ম্যাকাউটের (Makaut) পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের জন্য নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিভাগে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার্স অফ টেকনোলজি উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করার যোগ্য। এছাড়াও ফিজিক্স অথবা ইলেকট্রনিক্সে মাস্টার্স ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি পড়ার অনুরোধ রইলো।

বেতন: ম্যাকাউটের (Makaut) পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র ফেলোশিপ পদের জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ম্যাকাউট (Makaut)। ১৬ই নভেম্বর ১২:৩০ থেকে শুরু হবে ইন্টারভিউ। নির্দিষ্ট দিনে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন পত্র সহ উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে ইচ্ছুক চাকরি প্রার্থীদের। ম্যাকাউটের অফিসিয়াল ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই বিস্তারিত তথ্য জানতে পারবেন ইচ্ছুক চাকরী প্রার্থীরা।

আরো পড়ুন: রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

আবেদন পদ্ধতি: ম্যাকাউটের (Makaut) সিনিয়র ফেলোশিপ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আলাদাভাবে কোন আবেদন পত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু ওয়াক ইন ইন্টারভিউ পদ্ধতিতে নিয়োগ করা হবে, তাই সরাসরি নির্দিষ্ট দিনে আবেদন পত্রসহ উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে ইচ্ছুক চাকরী প্রার্থীদের।

ম্যাকাউটের (Makaut) পক্ষ থেকে উল্লেখিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট দিনে সকাল ১২ টার মধ্যে উপযুক্ত নথিপত্র সহ নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে প্রার্থীদের। কি কি নথিপত্র লাগবে তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ রইলো। যদি আপনিও চাকরির খোঁজে থেকে থাকেন এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আর দেরি না করে উপযুক্ত নথিপত্রগুলি এবং আবেদন পত্রটি প্রস্তুত করে ফেলুন। এই সুযোগ হাতছাড়া করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *