Digha Jagannath Temple: দীঘা জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কবে হবে উদ্বোধন

Digha Jagannath Temple: সম্প্রতি দিঘা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সেখানেই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দীঘাকে আরও বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একেরপর এক উন্নয়ন মূলক বিকাশ ঘটানো হচ্ছে। তৈরি করা হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দিরও। এদিন দিঘা পরিদর্শনে এসে নির্মীয়মান জগন্নাথ মন্দির সম্পর্কে বড় ঘোষণা করলেন। জানালেন আগামী বৈশাখের অক্ষয় তৃতীয়াতে উদ্ভোধন করা হবে দীঘার জগন্নাথ মন্দির। তিনি জানান এবার থেকে দীঘার জগন্নাথ মন্দির থেকেই রথযাত্রা শুরু হতে হবে। এর জন্য যে সোনার ঝাড়ু প্রয়োজন সেই ঝাড়ুর জোগাড় করতে নিজের একাউন্ট থেকে ৫ লক্ষ টাকা দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। তিনি এদিন জানান সমুদ্রের ধারে জগন্নাথ দেবের মন্দির তৈরির ইচ্ছে তাঁর ছিল। অন্যান্য সরকারি আধিকারিকদের সাহায্যে তিন বছরে সেই কাজ সম্পন্ন করা গেছে।

তিনি জানান আগামী সময়ে পুরীর আদলে তৈরি দীঘার এই জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) পশ্চিমবঙ্গ রাজ্য সহ অন্যান্য রাজ্যের মানুষেরও নজর কাড়বে। যদিও পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার এই মন্দিরের তুলনা করতে চাননি তিনি। তিনি বলেন ওটা রাজাদের সময় তৈরি। এটা সরকার তৈরি করছে। ভোগ ঘর, স্টোর রুম, গেস্ট রুম সমস্ত রকম ব্যবস্থা করা আছে। এছাড়াও সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্যও রাখা হয়েছে ব্যবস্থা।

২০১৯ সালে দীঘায় জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই হানা দেয় করোনা। সেই বিপদ কাটলে ২০২২ সালের মে মাসে শুরু হয় মন্দির তৈরির কাজ। দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে বেছে নেওয়া হয় হিডকো-কে। ২২ একর জমির উপর তৈরি হচ্ছে এই মন্দির। এদিন মুখ্যমন্ত্রী জানান প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। ইতিমধ্যেই একটি ১৩ জন সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে সরকারের তরফে। এই সদস্যদের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, ইসকন ও সনাতন ধর্মের প্রতিনিধি এবং জগন্নাথ দেবের একজন পূজারী। মুখ্যমন্ত্রী জানান ট্রাস্টি বোর্ডে তিনি থাকছেন না। তবুও যে পরিকাঠামো রাখা হয়েছে যাতে আগামী কয়েক হাজার বছর এই মন্দির সমুদ্রের ধরে পর্যটকদের আকর্ষণ করবে।

আরো পড়ুন: ১৪৪ টি বেআইনি নির্মাণ ভাঙ্গার নির্দেশ, মুখ্যমন্ত্রীর সফরে আশাবাদী হোটেল মালিকরা

দীঘার জগন্নাথ ধামের মূল দরজাটা হবে চৈতন্য দ্বারে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ওই জায়গার নাম হবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। তিনি জানান প্রতিটি জায়গার সদ্ব্যবহার হয়েছে। পুরীর মত ধ্বজা বদলের ব্যবস্থাও থাকবে। প্রতি দিন তোলা হবে পতাকা। আগামী অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) আর তারপর থেকেই শুরু হবে রীতি মেনে পূজার্চনা। এবার হবে প্রথম রথযাত্রা। রথ যাত্রার সময় লাগে একটা সোনার ঝাড়ু সেটি নিজের ব্যক্তিগত একাউন্ট থেকে দেবেন বলে জানান তিনি।

এছাড়া পুরো মন্দির (Digha Jagannath Temple) নির্মাণের জন্য হিডকোকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এটাও জানান মন্দিরের কাছেই পুলিশ পোস্ট এবং রথ রাখার জায়গা তৈরি করা হবে। পুরোহিতদের জন্য আলাদা অতিথি নিবাস তৈরির কথাও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান এখানে তিনি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চাননা। তিনি নিজেও ট্রাস্টি বোর্ডের মেম্বার নন। তিনি যতটুকু করছেন একজন স্বেচ্ছাসেবী হিসেবে করছেন। এর পরের কাজ ট্রাস্টির সদস্যরা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *