Tigress Zeenat: অবশেষে ধরা গেলো বাঘিনী জিনাতকে, অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Tigress Zeenat: দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল বন দপ্তর। অবশেষে ধরা পড়ল বাঘিনী জিনাত। বহু দিনের প্রচেষ্টায় জিনাত ধরা পড়তেই সমস্ত কর্মীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরিয়ে দিয়েছেন কৃতজ্ঞতা এবং অভিনন্দনে। রবিবার বন দপ্তরের হতে ধরা পড়ে বাঘিনী জিনাত। এই খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই বিষয়ে প্রশংসাপূর্ণ একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেই পোস্টে যোগ করেন ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও। ভিডিওটিতে বাঘিনীর ধরা পড়ার মুহূর্ত দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা যাচ্ছে ঘুম পাড়ানি বন্দুকের গুলি ছুঁড়ে বন্দি করে কাঁধে করে তুলে আনছেন বনকর্মীরা। আর এরপরই দ্রুত এবং নিপুণ ভাবে বাঘিনী জিনাতকে (Tigress Zeenat) একটি লোহার শক্ত খাঁচার মধ্যে ভরে দেওয়া হয়। তারপর কিছু নিরাপত্তা জনিত কাজ সেরে বন কর্মীদের খাঁচা বন্ধ করে দিতে দেখা যায়। এর মধ্যেই জিনাত জ্ঞান ফিরে পেলেও নির্ভীক ভাবেই কাজ সম্পন্ন করতে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত বন কর্মীদের।

তাঁদের এই সাহসিকতার এবং দক্ষতার ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশংসা করেন। এদিন নিজের এক্স হ্যান্ডেল থেকে এই পোস্ট করতে দেখা যায় তাঁকে। তিনি পোস্টে লিখেছেন বাহিনী জিনাতকে (Tigress Zeenat) সফলভাবে উদ্ধার করতে পারার জন্য তিনি পশ্চিমবঙ্গের বন বিভাগের আধিকারিকদের আন্তরিক অভিনন্দন জানাতে চান। এর সাথেই তিনি মনে করিয়ে দিয়েছেন যে সকলের সহযোগিতা এবং চেষ্টা না থাকলে এই অভিযান সফল করা যেতো না। তিনি বারবার এই অসাধারণ কাজটি সম্পন্ন করার জন্য সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

আরো পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর জন্য বড় খবর, সব শহরেই তৈরি হতে চলেছে বিগ বাজার

মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে এটাও উল্লেখ করেছেন যে বন্যপ্রাণ রক্ষা করা কতটা জরুরি। তিনি বলেন বন্যপ্রাণ সংরক্ষণ করতে সকলের একত্রিত প্রচেষ্টা এবং নিষ্ঠা আন্তরিক ভাবে প্রয়োজন হয় জার সফল উদাহরণ হলো জিনাতের (Tigress Zeenat) উদ্ধারকার্য। তিনি আরও যোগ করেন বন দপ্তরের সকলের মিলিত প্রচেষ্টার ফলে পথ হারিয়ে ফেলা অবলা এই বিশেষ প্রাণীটিকে রক্ষা করা সম্ভব হয়েছে। শুধু তাই নয় এর সাথে প্রতিষ্ঠিত হলো প্রকৃতির ঐতিহ্য রক্ষা করার গুরুত্ব। তাই এমন অসাধ্য সাধন করার জন্য সকলকে বারবার ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলে রাখি বেশ কিছু দিন ধরেই উদ্বেগ বাড়ছিল জিনাতকে (Tigress Zeenat) নিয়ে। লাগাতার চেষ্টা করে যাচ্ছিল বন বিভাগের কর্মীরাও। অবশেষে দীর্ঘ দিনের প্রচেষ্টার পর অবশেষে বাঘিনী জিনাতকে অক্ষত অবস্থায় ধরতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ বন দপ্তর। এর সাথে আরও ভালো খবর হলো এই কদিনে কোনো মানুষের হতাহতের খবর নেই। ফলে বন বিভাগের নজরদারি এবং তৎপরতাকে প্রশংসা করেছেন একাধিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *