Manmohan Singh: মনমোহন সিং, দেশের সর্বাধিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রধানমন্ত্রী

Manmohan Singh: ফাঁকা কলসি বাজে বেশি, আর ভরা কলসি থাকে নিঃশব্দে। সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনিই ভারতের ইতিহাসের সেই ভরা কলসি, জিনি তার জীবদ্দশায় দেশকে চরম দুরাবস্থার মুখ থেকে উদ্ধার করেছেন। অল্প কথা এবং নিঃশব্দে সঠিক কাজের জন্য পরিচিত ছিলেন সকলের কাছে। তাঁর হাত ধরেই ভারতের আর্থিক উন্নয়নের বীজ বপন করা হয়।

তাঁর হাত ধরেই ভারত অর্থনৈতিক সমৃদ্ধির পথে পা বাড়ায়। তবে এতকিছুর পরেও সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি তিনি। তবে বিদেশের মাটিতে বিশ্বের সবচেয়ে বেশি শিক্ষিত প্রধানমন্ত্রীর তকমা পেয়েছিলেন তিনি। দেশের এ হেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সিভি দেখলে অবাক হবেন যেকেউ।

ভারতের অর্থনীতির কারিগর মনমোহন সিংয়ের সিভি (Manmohan Singh) দেখে নিন এক নজরে:

১. ১৯৩২ সালের ২৬শে সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের গাহ অঞ্চলে জন্মগ্রহণ করেন।
২. ১৯৪৮ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ম্যাট্রিকুলেশন পাশ করেন।
৩. ১৯৫০ সালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ইন্টারমিডিয়েট পাশ করেন।
৪. মনমোহন সিংয়ের পছন্দের বিষয় ছিল অর্থনীতি।
৫. ১৯৫২ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন প্রথম হয়ে।
৬. এরপর ১৯৫৪ সালে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে স্নাতকোত্তর পাশ করেন তিনি।
৭. এরপর স্কলারশিপ নিয়ে পাড়ি দেন সুদূর ইংল্যান্ড। সেখানে ১৯৫৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন্স কলেজ থেকে অর্থনীতিতে BA ডিগ্রি অর্জন করেন।
৮. এরপর দেশে ফিরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা শুরু করেন।
৯. ১৯৬২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে D.Phil ডিগ্রি অর্জন করেন।
১০. ছোট থেকেই কৃতি মনমোহন সিংহ (Manmohan Singh) অধ্যাপনা করেছিলেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্স ও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে।

আরো পড়ুন: বুলেট চালিয়ে বিদ্যালয়ে আসেন শিক্ষিকা, নয়া সেনসেশন নেটপাড়ায়

১১. ১৯৭১ সালে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে যোগ দেন।
১২. ১৯৭২ সালে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে যোগ দেন।
১৩. ১৯৭৬ সাল থেকে চার বছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টরেট দায়িত্ব গ্রহণ করেন।
১৪. একই সময়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টর পদেও কাজ করেছেন।
১৫. পরে ১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিব পদে দায়িত্ব নেন।

এরপর নিজের কেরিয়ারের একাধিক স্বর্ণময় অধ্যায় কাটিয়েছেন ভারতের উজ্জ্বল এই নক্ষত্র। একাধিক অধ্যায় পার করে মনমোহন সিংহ (Manmohan Singh) ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত টানা দশ বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। দেশের উন্নতিতে একাধিক কাজ করেছেন তিনি। তবে ক্ষমতায় থাকাকালীন তাঁর বিরুদ্ধে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি কেউই। চলে গেলেন সেই জ্যোতির্ময় ভারতীয় প্রধান মন্ত্রী মনমোহন সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *