Manu Bhaker: একদিনের কলকাতা সফরে এলেন মনু ভাকের, পুজোর আগেই শহরে অলিম্পিক তারকা

Manu Bhaker: একদিনের কলকাতা সফরে এলেন মনু ভাকের, পুজোর আগেই শহরে আগমন এই তারকার। মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে পুজো। আলোয় সেজে উঠেছে সুন্দরী কলকাতা। দুর্গোৎসবে মেতেছে রাজ্যবাসী। কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে একাধিক পূজা মন্ডপ। তার মধ্যে অন্যতম ভিআইপি রোডের কাছে অবস্থিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার সেই পুজোতেই অংশ নিতে কলকাতায় এলেন অলিম্পিক তারকা মনু ভাকের। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। সেখানে শুটিং ইভেন্টে জোড়া পদক জিতে নিয়েছিলেন মনু ভাকের (Manu Bhaker)।

শুরু হয়ে গেছে পুজোর আমেজ। অনেকেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। এরই মাঝে কলকাতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজায় অংশগ্রহণ করতে হয়েছিলেন মনু ভাকের (Manu Bhaker)। গত ৫ই সেপ্টেম্বর শনিবার তিনি কলকাতায় পা রেখেছিলেন। দুপুর তিনটের মধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছবন তিনি। তারপর সেখান থেকে সরাসরি পৌঁছন পূজা মন্ডপে। রাজ্যের বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসু আজ উপস্থিত ছিলেন পুজো মন্ডপে। শ্রীভূমিতে মনু ভাকেরকে সম্বর্ধনা দেয়া হয়। তাছাড়াও সুজিত বসু জানিয়েছেন, তিনি শুধুমাত্র পুজোয় অংশগ্রহণ করতে আসেননি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহিলা ফুটবল দলের সাথে দেখা করেছেন, তাদের উৎসাহিত করেছেন।

তবে শুধুমাত্র শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজো নয়, তাকে দেখা গিয়েছে আরো বেশ কয়েকটি পূজো মন্ডপে। প্রথমে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসেছেন তিনি। তারপর সেখান থেকে চলে গিয়েছেন বাইপাসের ধারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে। সেখানেও সংবর্ধনা দেওয়া হয় তাকে। এরপর তিনি গিয়েছেন বারুইপুর পদ্মপুকুরের পুজোয়। সেখানে বর্তমান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পূজোতে অংশগ্রহণ করেছেন তিনি।

ঝটিকা সফর শেষে ওই দিনই আবার ফিরে গিয়েছেন। তবে সম্প্রতি প্যারিস অলিম্পিকে নতুন করে ইতিহাস গড়েছে মনু ভাকের (Manu Bhaker)। এখন সমগ্র ভারতবাসীর কাছে তিনি রোল মডেল। তাই তাকে দেখার জন্য ভিড় উপচে পড়ার সম্ভবনা খুব বেশি। তাই ইতিমধ্যে প্রত্যেকটি পুজো প্যান্ডেল এবং স্থানীয় পুলিশ বাহিনীকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

মনু ভাকের ((Manu Bhaker)) প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি প্যারিস অলিম্পিকে একসাথে জোড়া পদক লাভ করেছেন। তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মহিলা বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া ১০ মিটার দলগত এয়ার পিস্তলে সরবজ্যোৎ সিংহের সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা যায় তাকে। সেখানেও ব্রোঞ্জ পদক পেয়েছেন তারা দুজনেই। তাকে নিয়ে উন্মাদনা এমনিতেই অনেকটা বেশি হয়ে রয়েছে। এর মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তাকে দেখা যাবে কলকাতায়। স্বাভাবিকভাবেই কলকাতা বাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে মনু ভাকেরের আগমন নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *