Site icon লোকাল সংবাদ

পয়লা মার্চ থেকে বদলে যাচ্ছে বহু নিয়ম, এলপিজি, ইউপিআই থেকে ফিক্সড ডিপোজিট সবই পড়বে আওতায়

পয়লা মার্চ

প্রতিনিধত্বমুলক

নতুন মাসে বেশ কিছু নতুন নিয়ম এসেছে সাধারন মানুষের জন্য। এই একগুচ্ছ নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখতে হবে আজকের এই প্রতিবেদনে। নতুন নিয়মের সোজা প্রভাব ফেলেছে সাধারণ মধ্যবিত্তের পকেটে। নতুন বছরে মার্চ মাসের প্রথম তারিখ থেকেই নিয়মের বিভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। কিভাবে এই নতুন নিয়ম সাধারণ মানুষকে প্রভাবিত করবে সেটা জানতে পারবেন এই প্রতিবেদনে। তালিকায় রয়েছে ইউপিআই সম্পর্কিত নতুন সুবিধা, এলপিজি এবং এয়ার টারবাইন ফুয়েলের দামে সম্ভাব্য পরিবর্তন এবং মিউচুয়াল ফান্ড নমিনি নিয়মে পরিবর্তন।

১) বিমান জ্বালানির (ATF) দাম

সাধারণত প্রতি মাসের প্রথম তারিখে এয়ার টারবাইন ফুয়েল অর্থাৎ বিমান জ্বালানির দামও সংশোধিত হয়। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি, এটিএফের দাম ৫.৬% বৃদ্ধি করা হয়, যার ফলে প্রতি কিলোলিটারে ৫,০৭৮.২৫ টাকা বৃদ্ধি পেয়ে ৯৫,৫৩৩.৭২ টাকা হয়। যেহেতু এয়ার টারবাইন ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে তার কারণে বিমান ভ্রমণ ব্যয়বহুল হতে পারে।

২) ইউপিআই-তে বীমা-এএসবি সুবিধা বাস্তবায়িত

২০২৫ সালের পয়লা মার্চ থেকে ইউপিআই সিস্টেমে অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লক অ্যামাউন্ট নামে বৈশিষ্ট্যের সংযোজন হয়েছে। নতুন এই সুবিধার ফলে পলিসিধারীরা জীবন ও স্বাস্থ্য বীমার ক্ষেত্রে উপকৃত হবে। কারণ তারা তাদের প্রিমিয়াম পরিশোধের জন্য অগ্রিম পরিমাণ ব্লক করতে পারবেন। পলিসিধারকের অনুমোদনের পরই তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। পলিসি যখন ইস্যু হবে তারপরেই পলিসিধারকের অ্যাকাউন্ট থেকে বীমা কোম্পানিতে টাকা স্থানান্তর করা হবে। গ্রাহকেরা যদি এই সুবিধা লাভ করতে চায় তাহলে বীমা কোম্পানির প্রস্তাব ফর্মে এই বিকল্পটি নির্বাচন করতে হবে।

৩) মিউচুয়াল ফান্ড

২০২৫ সালের পয়লা মার্চ থেকে পরিবর্তন করা হয়েছে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টের মনোনয়ন সংক্রান্ত নিয়মগুলি। সেবি একটি বড় পরিবর্তন এনেছে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টে মনোনয়নের নিয়মে। এখন বিনিয়োগকারীরা তাদের ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ড ফোলিওতে সর্বাধিক ১০ জনকে মনোনীত করতে পারবেন।

৪) এফডি- তে সুদের হার

এফডির নিয়মের ক্ষেত্রেও পরিবর্তন আসছে পয়লা মার্চ থেকে। সম্প্রতি অনেক ব্যাংক তাদের এফডির হার পরিবর্তন করেছে। ২০২৫ সালের মার্চ থেকে ব্যাংকগুলির এফডি হারে পরিবর্তন দেখা যেতে পারে।

৫) এলপিজি সিলিন্ডারের দাম

এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনের সম্ভাবনা থাকে প্রতি মাসের প্রথম তারিখে। এমনকি পয়লা মার্চ গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও সংশোধন করা যেতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা কমানো হয়েছিল, যেখানে ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে দাম বৃদ্ধি এবং হ্রাস দুটোই হতে পারে।

আরও পড়ুন: পরিচারিকা, ডেলিভারি পার্সনদের জন্য ইউনিভার্সাল পেনশন স্কিমের পরিকল্পনা কেন্দ্রের, কবে থেকে চালু হবে?

৬) কর সম্পর্কিত পরিবর্তন

আগামী মাসের প্রথম দিকে কর সংক্রান্ত ক্ষেত্রেও নানা পরিবর্তন আসতে চলেছে। করদাতাদের স্বস্তি দিতে কর স্ল্যাব এবং টিডিএস সীমাতে পরিবর্তন আনা হবে। প্রবীণ নাগরিকদের জন্য টিডিএসের সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হচ্ছে।

৭) ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে

মার্চ মাসে কবে কবে ছুটি থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? মার্চ মাসের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। মার্চ মাসে মোট ১৪টি ব্যাংক ছুটি থাকবে। এমন পরিস্থিতিতে, মার্চ মাসের বাকি কাজের জন্য শাখায় যাওয়ার আগে ব্যাংক ছুটির তালিকাটি দেখে নেওয়া ভালো হবে।

৮) জিএসটি

চলতি বছরের মার্চ মাস থেকে জিএসটি পোর্টালে মানুষের আবেদন প্রক্রিয়া আরও নিরাপদ করা হবে। মাল্টি-ফ্যাক্টর প্রমাণীকরণ মেনে চলার জন্য ব্যবসাগুলিকে তাদের আইটি সিস্টেম আপডেট করতে হবে।

Exit mobile version