Maruti Suzuki New Price: সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী দাম বাড়তে চলেছে মারুতি সুজুকি গাড়ির। নতুন বছরেই প্রযোজ্য হতে চলেছে এই দাম। শুক্রবার মারুতি সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ক্রমবর্ধমান ইনপুট খরচ বাড়ার জন্য এই পদক্ষেপ নিতে চলেছে সংস্থাটি। ২০২৫ সালের শুরু থেকেই ৪ শতাংশ মূল্য বৃদ্ধি হতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে মডেলের উপর নির্ভর করে মূল্য বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করতে চলেছে সংস্থাটি। বর্তমানে ভারতের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে যে অপারেশন খরচ এবং গাড়ির মান বজায় রাখতে এই মূল্যবৃদ্ধির প্রয়োজন ছিল।
২০২৩ সালে এই সংস্থা বিক্রি করে ১৩৪,১৫৮ টি গাড়ি যা ২০২৪ সালের এখনও পর্যন্ত হওয়া হিসেব অনুযায়ী ১৪১,৩১২ টি গাড়ি বিক্রি হয়েছে। যা গাড়ি বিক্রির বাজারে একটি শক্তিশালী বিক্রয় রেট ধরা হয়ে থাকে। এছাড়া সুজুকির (Maruti Suzuki New Price) মোট বিক্রিত গাড়ির সংখ্যা রয়েছে ১৮১,৫৩১ ইউনিট। এর মধ্যে ১৪৪২৩৮ ইউনিট ডোমেস্টিক খাতে এবং ৮৬৬০ ইউনিট অন্যান্য এবং ২৮,৬৩৩ ইউনিট রফতানির খাতে বিক্রয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত ৫ই ডিসেম্বর থেকে হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (HMIL) তাদের গাড়িগুলোর উপর ২০২৫ সালের পয়লা জানুয়ারি থেকেই বিভিন্ন মডেল ভেদে ২৫০০০ টাকা পর্যন্ত মূল্য বাড়িয়েছে (Maruti Suzuki New Price)। দক্ষিন কোরিয়ার এই বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা তাদের গাড়িগুলোর দাম বৃদ্ধির ক্ষেত্রে ইনপুট, লজিস্টিক এবং পরিবহণ খরচকে দায়ী করেছে। যা ভারতের বাজারে বৈদেশিক মুদ্রার মূল্যবৃদ্ধির ফল হিসেবেও ধরা যেতে পারে।
আরো পড়ুন: এক লক্ষ টাকার মধ্যে বাইক কিনতে চান, রইলো সেরা মাইলেজের বাইকের খোঁজ
হুন্ডাই সংস্থার ভারতীয় ব্রাঞ্চে ডিরেক্টর এবং CEO তরুণ গর্গ জানান যে টেকসই গাড়ি প্রস্তুতিতে মূল্যবৃদ্ধি (Maruti Suzuki New Price) হওয়ায় এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়ে। তবুও সংস্থাটি যথা সম্ভব ব্যয় কমিয়ে এনে গ্রাহকদের উপর কম চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। এর আগে ২রা ডিসেম্বর অডি ইন্ডিয়া নামক গাড়ি প্রস্তুতকারক সংস্থাটিও একই কারণ দেখিয়ে তাদের গাড়ি গুলির জন্য ৩ শতাংশ মূল্য বৃদ্ধি করার কথা বিজ্ঞপ্তিতে জানায়। জার্মান এই সংস্থাও গাড়ির টেকসই গঠন এবং যাত্রী সুরক্ষায় মনোযোগ দিতে এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি সূত্রের।
এবার এই একই পথে হাঁটলো ভারতীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki New Price)। গত ৬ই ডিসেম্বর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করে সংস্থাটি। প্রত্যেক বছরেই গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলো তাদের পরিচালন ব্যয়ের উপর নির্ভর করে গাড়ির মূল্য সংশোধন করে। মূলত বাজারে চাহিদা, প্রতিযোগিতা এবং গাড়ি আরও মজবুত ভাবে তৈরি করার যে ব্যয় রয়েছে তার উপরে নির্ভর করেই সংস্থাগুলি এই মূল্যবৃদ্ধি (Maruti Suzuki New Price) বা হ্রাসের পদক্ষেপ নেয়।