Donald Trump: বুধবার পুনরায় আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এর প্রভাব পড়তে দেখা বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়েও। সম্প্রতি রাজনৈতিক অশান্তি কাটিয়ে স্বাভাবিক হতে চলেছে বাংলাদেশ। এরই মধ্যে ডোনাল্ডের প্রত্যাবর্তনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর কিভাবে প্রভাব ফেলবে তা এখন চর্চার কেন্দ্রে উঠে এসেছে। অন্যদিকে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ হিসেবে সব থেকে বেশি সীমান্ত ভাগ করে নেওয়ার দরুন ভারতের জন্যও চিন্তার হয়ে দাঁড়িয়েছে।
তবে কূটনৈতিক মহলের দাবি ডেমোক্র্যাটে বিশ্বাসী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস এবার চাপের মুখে পড়েছেন। ডোনাল্ডের সাথে যে ইউনূসের সম্পর্ক যে ভালো নয় সেই কথা কারোর অজানা নেই। এই প্রসঙ্গে ২০১৬ সালে ট্রাম্প (Donald Trump) জয়ী হওয়ার পরের ঘটনা আবারও সামনে এসেছে। সেই উপলক্ষে উভয় পক্ষের আচরণ আবারও আলোচনায় উঠে এসেছে।
যদিও ট্রাম্পের জয়ী হওয়ার খবরে ইউনূসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাতে লিখেছেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এই জয়ে বাংলাদেশ সরকার এবং সাধারণ মানুষের পক্ষ থেকে অভিনন্দন। তিনি আরো বলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার অর্থ আমেরিকার মানুষ ট্রাম্পের নেতৃত্ব এবং লক্ষ্যকে পছন্দ করেছেন। ট্রাম্পের (Donald Trump) নেতৃত্বে আমেরিকার উন্নতির প্রার্থনাও করেছেন ইউনূস। অন্যদিকে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ থেকেও ডোনাল্ড ট্রাম্পকে শেখ হাসিনার হয়ে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে যেখানে বাংলাদেশ ও আমেরিকার সুসম্পর্ক বজায় থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন: শুধু পাকিস্তান নয় ভারতও নির্ভরশীল পাকিস্তানের উপর, দায়ী একটিমাত্র খাদ্যদ্রব্য
বাংলাদেশ জুড়ে সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন এবং আমেরিকার বাইডেন প্রশাসনের সাথে সংযোগ নিয়ে ইতিমধ্যেই জল্পনা চলছে। গত সেপ্টেম্বর মাসে ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা সহ আরো কয়েকজন ডেমোক্র্যাট হেভী ওয়েট নেতার সাথে সাক্ষাৎ করলেও ট্রাম্প বা অন্য কোনো রিপাবলিকিয়ান নেতার সাথে দেখা করেননি। ২০১৬ সালে বাংলাদেশের এক প্রতিনিধি দল ট্রাম্পকে (Donald Trump) শুভেচ্ছা জানাতে আমেরিকা গেলে তিনি ইউনূসের নাম না নিয়ে জানতে চেয়েছিলেন বাংলাদেশের সেই মাইরোফাইনান্সের ব্যক্তি কোথায়? ট্রাম্প বলেন তিনি এও শুনেছেন ইউনূস নাকি তাঁকে হারাতে চাঁদা দিয়েছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে দুই পক্ষের সম্পর্ক মোটেই মধুর নয়। সেবার ট্রাম্পের জয়ের পর এই ঘটনাকে সূর্য গ্রহণ এবং কালো দিন বলেও ঘোষণা করেন ইউনূস।
এর থেকে বোঝা যায় চিরকাল ট্রাম্পের বিরোধিতা করে আসা ইউনূস এখন বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পর যতই আমেরিকার (America) নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের সুনাম করুননা কেনো আদতে ইউনূস যে ট্রাম্পকে পছন্দ করেননা এটা পরিষ্কার। এবং এই বিষয়টি ট্রাম্প নিজেও জানেন। ফলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপর এর কি প্রভাব ফেলতে চলেছেন সেদিকেই নজর সকলের।