Medicinal Plant Siuly: ঔষধি গাছ শিউলি, এক গাছেই মুক্তি একাধিক রোগ থেকে

Medicinal Plant Siuly: ঔষধি গাছ শিউলি, একটি গাছেই একাধিক রোগ মুক্তি। শরৎকাল মানেই কাশ, ছাতিম আর শিউলি ফুল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব একেবারেই অসম্পূর্ণ এই ফুলগুলি ছাড়া। গোটা শরৎকাল জুড়ে শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে থাকে চারিদিকে। সংস্কৃতে এই ফুলকে পারিজাত বলে সম্বোধন করা হয়। পূর্বে এটি হরসিঙ্গার ফুল নামে পরিচিত ছিল। শুধু সুগন্ধ নয়, শিউলি ফুলের কিন্তু রয়েছে একাধিক ভেষজ গুনাগুন। বাতের ব্যথা থেকে চর্মরোগ, চুল পড়া থেকে হাঁপানি প্রায় সব রোগের উপশমের উপায় পাওয়া যায় এই গাছের মধ্যেই। আজকের প্রতিবেদনে শিউলির কয়েকটি ভেষজ গুণাবলী সম্পর্কে আলোচনা করা হলো।

বাত

বাতের ব্যাথা উপশমে অত্যন্ত উপকারী এই শিউলি বা পারিজাত ফুলটি এই গাছের (Medicinal Plant Siuly) পাঁচটি করে পাতা বেটে গরম জলে ফোটাতে হয়। নির্দিষ্ট পরিমাণ জল ফুটতে ফুটতে যতক্ষণ না অর্ধেক হচ্ছে ততক্ষণ সেই জলটিকে ফোটাতে হয়। তারপর সেই জলটি ঠান্ডা করে পান করলে বহু বছরের পুরনো বাতের ব্যাথা কমে যেতে পারে।

চুল পড়া রোধ

চুল পড়া রোধেও শিউলি ফুলের তুলনা নেই। শিউলি ফুল গাছের (Medicinal Plant Siuly) বীজ চুল পড়া রোধ করতে সক্ষম। জলের সাথে শিউলি ফুলের বীজ মিলিয়ে পেশাই করে নিতে হয় তারপর সেই মিশ্রণটি মাথায় টাক পড়া অংশে লাগাতে হবে। নিয়মিত ব্যবহারে টাক পড়া অংশ থেকে নিশ্চিত ভাবে চুল গজাতে শুরু করবে।

আরো পড়ুন: ঘন ঘন কান চুলকানো মোটেই স্বাভাবিক নয়, জানুন এটি কোন রোগের লক্ষণ

হৃদরোগ

গাছের পাতা বা ফুলের বীজের কথা তো গেল। এবার আসা যাক আসল শিউলি ফুলের কথায়। শিউলি ফুল নিজেই এক প্রকার ভেষজ ওষুধ (Medicinal Plant Siuly)। যাদের হৃদ রোগের সমস্যা রয়েছে তাদের জন্য শিউলি ফুল অত্যন্ত উপকারী। প্রতি বছর যখন পারিজাত বা শিউলি ফুল ফোটা শুরু হয় সেই সময় সেই ফুল অথবা ফুলের রস পান করতে হয়। বছরে মাত্র একবার এই কাজ করতে পারলে হৃদরোগের হাত থেকে নিজেকে বাঁচানো সম্ভব।

চর্মরোগ বা দাদ

শিউলি গাছের পাতাও ভেষজ গুনে (Medicinal Plant Siuly) ভরপুর। চর্ম রোগের জন্য বেশ উপকারী এই পাতা। যারা চর্ম রোগের সমস্যায় ভুগছেন তারা সরাসরি শিউলি গাছের পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। এতে নিশ্চিত উপকার পাবেন। এছাড়া পারিজাত বা শিউলি ফুলের গাছ থেকে তৈরি তেলও চর্ম রোগের জন্য বেশ উপকারী। বিশেষভাবে উল্লেখযোগ্য দাদ উপশমে শিউলি ফুলের পাতার কোনো বিকল্প হয় না। শিউলি ফুলের পাতা বেটে লাগালে অলৌকিকভাবে সম্পূর্ণ নিরাময় সম্ভব এই রোগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *