Reciprocal Tariff: পারস্পরিক শুল্কে ছাড় মেক্সিকো এবং কানাডাকে, ভারতের কপালে কি জুটল?

Reciprocal Tariff : গত বুধবার অর্থাৎ ২ এপ্রিল আমেরিকা নিল এক অদ্ভুত সিদ্ধান্ত। বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক চাপানো হলেও ছাড় দেওয়া হলো আমেরিকার দুই প্রতিবেশী রাষ্ট্রকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোজ গার্ডেনে বৃক্তৃতা রাখতে গিয়ে শুল্কের হার ঘোষণা করেন। ভারতের উপর আরোপ করা হয়েছে প্রায় ২৬ শতাংশ শুল্ক। অন্যান্য দেশের থেকে মেক্সিকো এবং কানাডা কেন আলাদা স্থান পেল আমেরিকার কাছে? কারণ কোনও পারস্পরিক শুল্ক আরোপ করা হয়নি আমেরিকার দুই প্রতিবেশী মেক্সিকো এবং কানাডার উপর। সম্প্রতি দুই দেশের সঙ্গে যে চাপানউতোর চলছে তার পরেও কীভাবে রেহাই পেয়ে গেল দুই দেশ?

ট্রাম্পের শুল্ক (Reciprocal Tariff) ঘোষণা

বিভিন্ন দেশের ওপর তিনি যে শুল্ক আরোপ করেন সেই সম্পর্কেই ঘোষনা করা হয়েছিল বুধবার। ট্রাম্প বলেন, বন্ধু ও শত্রু উভয় দেশই আমেরিকাকে লুট করেছে। আমদানির উপর আমেরিকা শুল্ক ১০% থেকে শুরু এবং সর্বোচ্চ ৪৯% পর্যন্ত কার্যকর করেছে। ট্রাম্প ভারতের উপর ২৬%, চিনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০% এবং জাপানের উপর ২৪% শুল্ক আরোপ করেছেন। ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ দিনটিকে আমেরিকার ‘স্বাধীনতা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।

ছাড় পেয়েছে কানাডা এবং মেক্সিকো

মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী রাষ্ট্র কানাডা এবং মেক্সিকো ছাড় পেল ২রা এপ্রিলের নতুন পারস্পরিক শুল্ক (Reciprocal Tariff) আরোপের হাত থেকে। তবে ওই দুটি দেশকে এখনো পর্যন্ত ছাড় দেওয়া হয়নি পুরোপুরিভাবে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কেন কানাডা এবং মেক্সিকোকে বাদ দেওয়া হল? কারণ হল, তাদের ওপর ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে শুল্ক চাপানো হয়েছে। ফেন্টানিলের সঙ্গে যুক্ত কিছু পণ্যের উপর ২৫% এবং কানাডিয়ান জ্বালানি ও পটাশের উপর ১০%। এই বছরের শুরুতে, ট্রাম্প কানাডা এবং মেক্সিকো থেকে আমদানির উপর ২৫% কর আরোপ করেছিলেন। যার ফলে বাণিজ্য যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল।

আরও পড়ুন: চোরাকার্যে ভারতের কাছে ধরা পড়ল পাকিস্তান, কি চুরি করল?

বৃদ্ধি পেয়েছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এরকম দ্বন্দ্ব আদৌ কতটা সুখদায়ক হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য? তবে, মার্কিন-মেক্সিকো-কানাডা চুক্তির অধীনে আমেরিকায় প্রবেশকারী পণ্যগুলিতে কোনও শুল্ক(Reciprocal Tariff) আরোপ করা হবে না। আবার অন্যদিকে বৃহস্পতিবার থেকেই কার্যকর হতে চলেছে গাড়ি এবং সংশ্লিষ্ট যন্ত্রাংশের উপর আরোপিত শুল্ক।

কোন দেশের উপরে কত শুল্ক (Reciprocal Tariff)আরোপ করা হচ্ছে?

ট্রাম্প যা ঘোষণা করেছেন সেটা অনুযায়ী নূন্যতম ১০% হারে শুল্ক আরোপ করা হবে। ভারতের উপর ২৬%, চীন ৩৪%, ইউরোপীয় ইউনিয়ন ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, তাইওয়ান ৩২%, থাইল্যান্ডের উপর ৩৬% হারে পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেম ট্রাম্প। প্রায় ২৬ শতাংশ পারস্পরিক শুল্ক ভারতের উপর চাপানোর কথা ঘোষণা করে হলেও পরে হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয় ভারতের জন্য শুল্কের হার ২৭ শতাংশ। বেশ কিছু দেশের জন্য এই শুল্কের হারের পরিবর্তন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *