PAN Card: এবার প্যান কার্ডের সাথে জুড়বে কিউআর কোড, সিদ্ধান্ত নিল মোদি সরকার। বর্তমানে ভারতীয়দের পরিচয় পত্র হিসেবে ব্যবহৃত হয় একাধিক কার্ড। যুক্ত হয়েছে একাধিক নতুন কার্ড। আবার বাতিলও হয়েছে বেশ কিছু। অনেক ধরনের কার্ডে বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে। সময়ের সাথে সাথে এই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়েছে ভারতবাসী। এবার পালা প্যান কার্ড পরিবর্তন হবার, সম্প্রতি এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার।
ভারতীয়দের অন্যতম পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হয় প্যান কার্ড (PAN Card)। বিশেষত ব্যাংকিং কাজের জন্য এই কার্ড অত্যাবশ্যক। ব্যাংকে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে যে কোন রকম আর্থিক ট্রানজেকশনের ক্ষেত্রে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। তবে এবার পরিবর্তন করা হবে প্যান কার্ডের ধরন। সম্প্রতি এই বিষয়ে বিবৃতি দিয়েছেন ভারতের বর্তমান কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে প্যান কার্ড পরিবর্তন করার বিষয়ে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্যান কার্ড ২.০।
প্যান কার্ডের (PAN Card) গঠন থেকে শুরু করে সুযোগ সুবিধা সবকিছুতেই আসতে চলেছে পরিবর্তন। তথ্যসূত্রে জানা গেছে, নতুন ধরনের প্যান কার্ডে যুক্ত করা হবে কিউআর কোড। শুধু কিউআর কোডই নয়, প্যান কার্ডে নতুনভাবে কিউআর কোড যুক্ত হওয়া ছাড়াও আরো বেশ কিছু সুযোগ সুবিধা থাকবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। চলুন জেনে নেওয়া যাক প্যান কার্ডের সাথে ঠিক কি কি নতুন সুযোগ সুবিধা যুক্ত হতে চলেছে?
আরো পড়ুন: মৃত ব্যক্তির পরিচয়পত্র, নিজের অজান্তেই অপব্যবহার হচ্ছে না তো! জানুন সঠিক উপায়
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, নতুন প্যান কার্ডগুলিতে (PAN Card) কিউআর কোড যুক্ত করা হবে। এই কিউআর কোডের সাহায্যে আয়কর দাতাদের আর্থিক লেনদেনের প্রক্রিয়া অনেক বেশি স্বচ্ছ ও সহজ হতে চলেছে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেও সাহায্য করবে এই কিউআর কোড। পাশাপাশি পাওয়া যাবে দ্রুত ও উন্নত মানের পরিষেবাও। আর্থিক জালিয়াতির পরিমাণ কমাতেও সাহায্য করবে এই কিউআর কোডগুলি। সাধারণ মানুষের আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব হবে বলে দাবি করছে সরকার।
ইতিমধ্যে প্যান কার্ড (PAN Card) ২.০ প্রকল্পটির জন্য ১৪৩৪ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই প্রকল্প নিয়ে বেশ আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়ায় প্যান কার্ডের প্রকল্প নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের সাহায্যে আয়কর দাতারা সব থেকে বেশি সুবিধা পাবেন। আয়কর প্রদান পদ্ধতিটি এখন থেকে অনেক বেশি স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা যুক্ত হতে চলেছে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে সে বিষয়ে এখোনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি সরকারের পক্ষ থেকে।