Kanyashree Prakalpa: কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়ার নতুন নিয়ম, এই সব ভুল থাকলে ঢুকবেনা টাকা

Kanyashree Prakalpa: সম্প্রতি রাজ্য সরকারি প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে ব্যাংক একাউন্টের ক্ষেত্রে কোনো ভুল থাকলে দেওয়া হবেনা টাকা। লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী সব প্রকল্পেই এবার টাকা দেওয়ার ক্ষেত্রেই এই নিয়ম আনা হয়েছে। কিছুদিন আগেই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নয়ছয় হওয়ার ঘটনায় নড়ে উঠেছে সরকার। এবার ১৬ দফার নতুন নির্দেশিকা জারি করেছে সরকার।

লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী (Kanyashree Prakalpa) বা রূপশ্রী প্রকল্পের দ্বারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কয়েক গুণে বেড়েছে বাংলার মানুষের কাছে। তাঁর পক্ষে বিপুল ভোট ব্যাংক এটাই জানান দিচ্ছে। তবে দুর্নীতির অভিযোগও নেহাত কম নয়। আর সেই জন্যই এবার আরও স্বচ্ছ ভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ১৬ দফা নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

১. উপভোক্তাদের একাউন্টে টাকা পাঠানোর আগে দুইবার করে একাউন্ট নাম্বার এবং অন্যান্য সমস্ত তথ্য ভালো করে দেখে নিতে হবে।

২. টাকা পাঠানোর আগে পাশ বইয়ের প্রথম পাতা ভালো করে পরীক্ষা করে নিতে হবে।

৩. কোন বিষয়ে টাকা পাঠানো হচ্ছে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকতে হবে।

৪. একক একাউন্টে টাকা পাঠানো হবে।

৫. রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তালিকা দেখে তবেই গ্রাহকের IFSC যাচাই করতে হবে।

৬. ব্যাংকের ব্রাঞ্চটি অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হতে হবে।

৭. লেনদেন অটো ক্যানসেল হলে পুনরায় টাকা পাঠাতে হবে।

৮. উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করবে NPCIL।

৯. যাচাই করে তবেই পাঠাতে হবে টাকা।

১০. উপভোক্তার নাম বা ব্যাংক একাউন্টে কোনো গরমিল পেলে বাড়তি সতর্কতা নিতে হবে।

১১. ব্যাংকের গ্রুপ এ বা তারও উচ্চপদস্থ কোনো আধিকারিক ছাড়া অন্য কেউ একাউন্টের অনুমোদন দিলে গ্রাহ্য করা হবেনা।

আরো পড়ুন: গ্রাহকদের সুবিধা দিতে প্রস্তুত পোস্ট অফিস, পাওয়া যাচ্ছে বেশ কিছু সুযোগ সুবিধা

১২. টাকা পাঠানোর পর উপভক্তাদের SMS করে জানাতে হবে।

১৩. অনলাইনে আবেদন হলে অফলাইনে আর পরিবর্তন করা যাবেনা।

১৪. অফলাইন সমস্ত তথ্য যাচাই করে তবেই আবেদন করতে হবে।

১৫. টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে মিল থাকতে হবে।

১৬. সংশ্লিষ্ট দপ্তরের মাসিক বা ত্রৈমাসিক রেকর্ড থাকতে হবে।

এই ১৬ দফার নির্দেশ মেনে তবেই দেওয়া হবে অর্থ সাহায্য। উপরে উল্লেখিত কোনো বিষয়ে সমস্যা থাকলে কন্যাশ্রী (Kanyashree Prakalpa) সহ অন্য কোনো প্রকল্পের আর্থিক সাহায্য পাঠানো হবেনা বলে জানানো হয়েছে সরকারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *