Personal Loan: নতুন বছরে দেশের নাগরিকদের আর্থিক নিরাপত্তা প্রদানে একাধিক নতুন নিয়ম। এবার নতুন বছরে ব্যক্তিগত ঋণ নেওয়ার ব্যাপারে কড়াকড়ি আনলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ২০২৫ সালের জানুয়ারি থেকেই প্রযোজ্য হতে চলেছে এই নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যেই ঋণ দাতাদের ক্রেডিট ব্যুরোর রেকর্ড আপডেট করতে হবে। এর জন্য আগে এক মাস সময় দেওয়া হতো ঋণ দাতাদের। চলতি বছর থেকে সেই সময়সীমা কমিয়ে অর্ধেক করে দেওয়া হলো। যার জন্য তুলনামূলক কম সংখ্যক মানুষ একাধিক ঋণ পাওয়ার জন্য যোগ্য হবেন। এতে দেশের ঋণ প্রদানের কাঠামো মজবুত থাকবে বলে মত বিশেষজ্ঞদের।
আর ঋণ নেওয়ার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন (Personal Loan) যে নতুন বছর থেকেই নেওয়া হবে এই বিষয়ে আগে থেকেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে। ২০২৪ সালের আগষ্ট মাসেই এই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে নতুন বছর থেকেই ক্রেডিট ব্যুরোর তথ্য আপডেটের সময়সীমা কমিয়ে ১৫ দিন করা হচ্ছে। আর এই নতুন নিয়ম চালু করার জন্য গত বছর আগষ্ট থেকে ২০২৫ সালের ১লা জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
রিজার্ভ ব্যাংকের সুত্রে খবর যারা ঋণের আবেদীন করবেন তাদের কাছ থেকে ঋণের টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রে কতটা ঝুঁকি থেকে যাচ্ছে তা আরও পরিষ্কার ভাবে জানা যাবে এই নতুন নিয়মের মাধ্যমে। এতে ঋণদাতারা বিশেষ উপকৃত হবেন বলে জানা গেছে। নতুন এই নিয়মের ফলে (Personal Loan) গ্রাহকের ব্যাপারে টাটকা তথ্য পাবে ঋণ দাতা সংস্থাগুলি। এতদিন সমস্ত তথ্য না জেনেই ঋণ দিয়ে দেওয়ার আশঙ্কা থাকতো এবার সেই সব সমস্যার শেষ হবে বলে আশাবাদী সংস্থাগুলি।
আরো পড়ুন: উধাও ৮৫০ কোটি ডলার, বছরের শুরুতেই বড় ঝটকা ভারতীয় রিজার্ভ ব্যাংকে
নতুন বছরে যে নতুন নিয়ম (Personal Loan) চালু করা হলো তাতে ঋণদাতারা আবেদনকারীর বিষয়ে সাম্প্রতিক সমস্ত তথ্য জানতে পারবেন। এবং তার ভিত্তিতে ঋণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে আর্থিক ঝুঁকির পরিমাণ কমে আসতে পারে। এই সাথে দেশের ঋণ প্রদানের ব্যবস্থা আরও সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে উঠবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের।
একাধিক ব্যক্তিগত ঋণ নেওয়ার নিয়মের পরিবর্তনের (Personal Loan) পাশাপাশি গোল্ড লোন নিয়ে এদিন নতুন রিপোর্ট প্রকাশ করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় কেন্দ্রীয় এই ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় চলতি অর্থবছরে লাফিয়ে বেড়েছে গোল্ড লোনের পরিমাণ। তবে এর সাথে যুক্ত কয়েকটি সুপারভাইজড এনটিটির অনিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ইতিমধ্যে এইসব সমস্যাগুলির সমাধানে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে RBI-এর তরফে।